সুনীত হালদার, বিটন চক্রবর্তী ও রানা দাস, হাওড়া : তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার! বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন BLO!! পশ্চিম মেদিনীপুরের পর এবার হাওড়ায় বিতর্কে জড়ালেন একাধিক BLO. বিজেপির অভিযোগ, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা BLO-দের একাংশ সক্রিয় তৃণমূল কর্মী। একেবারে সোশাল মিডিয়ায় ছবি প্রকাশ করে, BLO-দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই।

Continues below advertisement

আরও পড়ুন, ফের NRC-আতঙ্কে আত্মহত্যা ? টিটাগড়ে 'গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বধূ' ! 'অনেকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি, দেখা হয়নি মা-বাবার সঙ্গে..নোট লিখে'

Continues below advertisement

বিজেপির দেওয়া সেসব ছবিতে দেখতে পাওয়া গেছে, কোনও এক BLO-দের হাতে রয়েছে তৃণমূলের ঝান্ডা, কাউকে আবার হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গেও হাঁটতে দেখা গেছে। তৃণমূলের পাল্টা দাবি, যা করার নির্বাচন কমিশন করেছে, এখানে তৃণমূলের হাত নেই। এবিষয়ে হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া জানিয়েছেন, এই নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি। পেলে খতিয়ে দেখা হবে।

SIR প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে BLO-দের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে, হাওড়া পুরসভার একাধিক BLO-দের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-র ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ, BLO-র ভূমিকায় রয়েছেন তৃণমূলেরই সক্রিয় কর্মী।

যদিও এসমস্ত অভিযোগ সটান উড়িয়েছে তৃণমূল। কখনও তৃণমূলের মিছিলে হাঁটছেন, কখনও দেওয়াল লিখছেন, বিজেপির অভিযোগ, এরা প্রত্যেকেই বুথ লেভেল অফিসার বা BLO.SIR প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে তাদের কাঁধে।অথচ SIR-এর কাজ শুরু হতে না হতেই, BLO-দের একাংশের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। বিজেপির নিশানায় ১৪০ নম্বর বুথের BLO আবির মুখোপাধ্যায়। বিজেপির পোস্ট করা ছবিতে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি। ইনি হলেন ২৩০ নম্বর বুথের BLO সন্তোষ সোনকর। বিজেপির পোস্ট করা ছবিতে, তৃণমূলের দেওয়াল লিখন থেকে শুরু করে, তৃণমূল বিধায়কর সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে।বিজেপির রাজ্য সম্পাদক  উমেশ রাই বলেন, শাসক দলের কর্মীরা যদি এসআইআর এর দায়িত্ব দেওয়া হয় তবে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন না। তারা দলীয় স্বার্থে দেখে কাজ করবেন। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে।

হাওড়া উত্তর  তৃণমূল বিধায়ক  গৌতম চৌধুরী বলেন, বিএলও দের তালিকা তৈরি তারা তৈরি করে না। করে নির্বাচন কমিশন। বিজেপি কি চাইছে গুজরাত, দিল্লি থেকে বিএলও এনে নির্বাচন করাতে ? যদিও এ প্রসঙ্গে কিছু বলেননি হাওড়ার জেলাশাসক। হাওড়ার জেলাশাসক  পি দীপাপ্রিয়া বলেন, এখনো কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।