সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র, হুগলি: রবিবারই SIR ইস্যুতে এক লক্ষের বেশি নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, BLA 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন।তারপর ২৪ ঘণ্টাও কাটল না। BLA-2 কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় ২ ঘণ্টা SIR-শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 'BLA-2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি', হুমকি দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এরপরেই চুঁচুড়া-মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন অসিত মজুমদার।
আজ রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়ার জন্য শুনানি চলছে। চুঁচুড়া-মগড়া ব্লক অফিসেও আজকে শুনানির প্রক্রিয়া চলছিল। আচমকাই শুনানি বন্ধ করে দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর কথায়,' প্রমাণ হয়নি এখনও পর্যন্ত। অতয়েব, এটা নির্বাচন কমিশনের জমিদারি। এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না।আমরা হেয়ারিং বন্ধ করেছি। যারা নাগরিক নন, প্রমাণ দেখাতে পারবেন আপনারা -ভাল। কিন্তু যারা নাগরিক , ..২০০০ সালে নাম আছে, পাসপোর্ট আছে, পাসপোর্ট কী দেখে দিয়েছে। পাসপোর্ট মানেই ইন্ডিয়ান সিটিজেন, মিলিটারিতে চাকরি করেছে, তাঁদেরও হিয়ারিং ?! এটা কী ধরণের হিয়ারিং ? এটা ব্যাবিচার, অত্যাচার, অন্যায়। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব মানব না।'
এই ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ওঁর (অসিত মজুমদারের) বিরুদ্ধে FIR করা এবং যে যে জায়গায় আসানসোল-সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠ্যৌষধ ছাড়া অন্য কোনও ওষুধে এরা কাজ করবে না।
এদিন, হুগলিরই ধনেখালিতে BLA-2 কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বলেন, যেখানে BLA 2 অ্যালাউ করেছে, সেখানে কাজ চলছে। যেখানে BLA 2 অ্য়ালাউ করেনি সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA 2-কে অ্যালাউ করেছে। তাহলে কেন আজকে শুনানিতে সে BLA 2 থাকবে না? এদিকে, শুনানি শুরু হতে দেরি হওয়ায় BDO-র ঘরের সামনে ক্ষোভ উগরে দেন অনেকেই।
ধনেখালির বাসিন্দা বলেন,বাড়িতে সংসার ছেড়ে ১২টা থেকে এসে বসে আছি। এখন ৩টে বেজে গেল, এখনও কিছুই...তাহলে আমাদের কি সংসার ধর্ম নেই, ছেলেপুলে নেই বাড়িতে? এখন কাজ বন্ধ আছে, চালুই হয়নি।' সবমিলিয়ে, SIR-এর শুনানি পর্বে একদিকে, ভোগান্তি আর অন্যদিকে রাজনৈতিক চাপানউতোর চলছে সমানতালে।