কলকাতা: ফের এসআইআর ইস্যুতে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি স্পষ্ট বলেন, 'SIR-এ সবাই নাম তুলবেন, এটা ওদের চালাকি, NRC-ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেব না..।'

Continues below advertisement

আরও পড়ুন, ১০৩ বছরে পা, হাওড়ার প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম আপলোড কমিশনের, উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন BLO

Continues below advertisement

'SIR-এ সবাই নাম তুলবেন, এটা ওদের চালাকি..'

মুখ্যমন্ত্রী বলেন, SIR-এ সবাই নাম তুলবেন। কারণ এটা ওদের চালাকি ! সামনে নির্বাচন আছে। যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যই প্ল্যান করে করেছে, নির্বাচনের দু মাস আগে, যদি আমরা না অ্যালাউ করি,  তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না। আপনার ভাষা থাকবে না। আপনার সম্মান থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আমরা এনআরসি করতে দেব না। নিশ্চিন্তে থাকুন, এখানে কোনও ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে চালু করে দিয়েছে, ডিটেনশন ক্যাম্প, আসামে ডিটেনশন ক্যাম্প..।'তিনি আরও বলেন, মনে রাখবেন, চূড়ান্ত তালিকায় নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, চূড়ান্ত তালিকা তৈরি করেই, তারপর দিনই ইলেকশন ডিক্লেয়ার করে দেবে। যাতে কেউ কোর্টে যেতে না পারে।'

'শুধু মিথ্যে। নোটবন্দি, ভোটবন্দি,কখনও নোটবন্দি, আর এখন SIR-এর নামে ভোটবন্দি'

তিনি বলেন, 'শুধু মিথ্যে। নোটবন্দি, ভোটবন্দি। কখনও নোটবন্দি, আর এখন SIR-এর নামে ভোটবন্দি। ১ কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যাবে, বাপের বাড়ির ঠিকানা থেকে শ্বশুর বাড়িতে নাম তুলবে। যে কোনও একটা জায়গায় তুলতে হবে। সেখানে তাঁদের বাদ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন। তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। এরপর যখন হিয়ারিং শুরু হবে, হিয়ারিংয়ে ডাকলে যাবেন। কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন। যদি না থাকে, আমরা দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা আগেই বলেছি, আমরা 'মে আই হেল্প ইউ' প্রতি গ্রামসভায়, প্রতি গ্রাম পঞ্চায়েতে আমরা বুথ করে দেব। সেখানে যান, গিয়ে বলুন আমার শংসাপত্রটা নেই, এটা আমার পরিবারের একজনের আছে, এটা দেখে করে দিন।'