কলকাতা: কমিশনের কড়া বার্তার পরেও শুনানি কেন্দ্রে AERO-কে 'হুমকি'! SIR শুনানি কেন্দ্রে AERO-কে 'হুমকি' অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীর বিরুদ্ধে, ভাইরাল ভিডিও। মোহনপুর পঞ্চায়েতে ২১০ ও ২১১ নং বুথে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।
আরও পড়ুন, ' SIR আতঙ্কে ' এবার মৃত্যু রাজ্যের এক তৃণমূল কর্মীর ? বিস্ফোরক অভিযোগ স্বরূপনগরে
সূত্রের খবর 'কমিশনের কর্মীদের যেন হুমকি না দেয় তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে এটা নিশ্চিত করতে হবে। BLO, ERO, AERO, পর্যবেক্ষকদের ভয় দেখানো বরদাস্ত নয়। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ নেওয়া হবেস গতকাল তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছিল কমিশন। যদিও এরপরেও ভোটারের থেকে নথি চাওয়ায় AERO-কে হুমকির অভিযোগ উঠেছে। AERO পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকির অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীর বিরুদ্ধে । ভাই শেখ শজিব রোমানিয়ায় থাকেন, তাঁকে বাংলাদেশি বলছেন AERO, দাবি তৃণমূলকর্মীর। হুমকির অভিযোগ অস্বীকার মোহনপুর পঞ্চায়েত প্রধানের। অভিযোগকারী AERO পিয়ালি বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রত্য়েককে আমি বলছি, আমি শুনানি বন্ধ করে দিচ্ছি। আমাকে প্রচণ্ডভাবে থ্রেট করা হচ্ছে! এবং বলা হচ্ছে, আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম।'
ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মোহনপুর পঞ্চায়েতে ২১০ ও ২১১ নং বুথ।মঙ্গলবার সকালে, স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন AERO পিয়ালি বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, স্থানীয় তৃণমূলকর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ায় থাকেন।সেখান থেকে শুনানিতে আসতে দেরি হবে জানিয়ে AERO-র কাছে সময় চান আরিফ।তৃণমূলকর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন AERO। তা নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন AERO. হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে AERO-র দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা রাজনৈতিক দল। আমাদের কাজ ভুল দেখলে সেগুলো তুলে ধরব। কমিশনের কাজ থ্রেট করা নয়। তাদের কাজ ভুল সংশোধন করা। মন্তব্য ফিরহাদ হাকিমের।বুধবারই তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। খবর সূত্রের, রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কমিশনের কর্মীদের যেন হুমকি না দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। BLO, ERO, AERO বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে।কমিশনের কড়া বার্তার পরই সামনে এল AERO-কে হুমকি দেওয়ার অভিযোগ!