সমীরণ পাল ও তুহিন অধিকারী, উত্তর ২৪ পরগনা: এবার SIR আতঙ্কে মৃত্যু তৃণমূল কর্মীর? গুরুতর অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। SIR ফর্ম ফিলআপ করেও শুনানিতে ডাক হয় তৃণমূলকর্মীকে বলে অভিযোগ। এরপরেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, বলে দাবি মৃতের পরিবারের। মৃত তৃণমূল কর্মী সুলতান সর্দার বিহারী হাকিমপুর পঞ্চায়েতের বাসিন্দা। এই মৃত্যুর জন্য কমিশন দায়ী, কটাক্ষ তৃণমূলের।
আরও পড়ুন, দুই পায়ে প্লাস্টার নিয়েই SIR-শুনানিতে হাজির বছর পঞ্চাশের মহিলা !
SIR-এর শুনানির আতঙ্কে ফের মৃত্য়ুর অভিযোগ উঠল রাজ্যে। হাওড়ার বাগনান, পুরুলিয়ার পারা, নদিয়ার কল্যাণীর পর এবার তালিকায় যোগ হল বাঁকুড়ার বিষ্ণুপুর ও উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। বৃহস্পতিবার ভোরে সেখানে মৃত্যুর হল এক তৃণমূলকর্মীর। মৃতের নাম সুলতান সরদার। স্বরূপনগরের বিথারি-হাকিমপুর পঞ্চায়েত এলাকার ৯৮ নম্বর বুথের বাসিন্দা তিনি। পরিবারের দাবি, সমস্ত নথি দেওয়া সত্ত্বেও শুনানিতে ডাকা হয় তৃণমূল কর্মীকে।সেই নিয়েই আতঙ্কে ছিলেন সুলতান। শুনানি সেরে ফেরার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় তাঁর।
মৃত তৃণমূলকর্মীর ছেলে ওসমান সরদার বলেন, SIR, SIR, এটাই কিন্তু মেন আতঙ্ক। আমার বাবা বলে নয়, প্রতিটা মানুষের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে বিজেপি সরকার। বাঁকুড়ার বিষ্ণুপুরেও শুনানি-উদ্বেগে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষ্ণুপুরের লেদারঘাট গ্রামের বাসিন্দা রহিমা বিবি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। পরিবারের দাবি, ২ জানুয়ারি রহিমা বিবিকে শুনানির জন্য ডাকা হয়েছিল। প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে ভুগছিলেন তিনি। তার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্য়ু হয়। মৃতার জামাই শেখ নবরুদ্দিন বলেন, কোনও নথি মেলেনি, ওঁর বাবারও মেলেনি, ওঁরও মেলেনি। ওই দুশ্চিন্তায় ছিল। পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিল। ওই নথি জোগাড় করার জন্য। উনি বলছিলেন যে, আমার যখন নথি নেই তাহলে আমি সুইসাইড করে মরে যাব।'
মঙ্গলবার বাঁকুড়ার সভা থেকে, SIR-চলাকালীন মৃতদের নামে শহিদ বেদি তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজ পর্যন্ত যে ৫৭ জন SIR-এর বলি হয়েছে, এই ৫৭ জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহিদ বেদি হবে। আর দায়ী, ভারত সরকার, দুঃশাসন এবং ভ্য়ানিশ কুমার'এই প্রেক্ষাপটে SIR-আতঙ্কে মৃত্য়ুর অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে SIR-এর শুনানি পর্ব।শুনানির পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।