কোচবিহার: কোচবিহারে বিজেপির BLA-কে মারধর করে, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগে এবার ৩ তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারে বিজেপির BLA-কে জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুন, পানশালার আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়ের অভিযোগ ! কলকাতার ৭টি জায়গায় হানা ED-র
বিজেপির BLA-র অভিযোগ, মাথাভাঙায় BLO-র সঙ্গে ঘোরার সময় এ ঘটনা ঘটে। ৬৩ বছরের বিজেপি নেতাকে তৃণমূলের লোকজন মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে বিজেপির BLA-কে উদ্ধার করে মাথাভাঙা থানার পুলিশ। বিজেপির তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশনকেও গোটা ঘটনাটি জানানো হয়েছে বিজেপির তরফে। এ ঘটনার সঙ্গে দল কোনওভাবে জড়িত নয়, দাবি তৃণমূলের।
এবার কোচবিহারে বিজেপির BLA-কে মারধর করে, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।পুলিশ গিয়ে উদ্ধার করল তাঁকে। যদিও ঘটনার সঙ্গে দলের যোগ থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল। মাথাভাঙা ১ নম্বর ব্লক বিজেপি BLA নিভাস দাস বলেন, আমাকে ফটিক দাস করেছে। চড়-থাপ্পড় মারছে। শর্মিলা দাস জুতোর মালা পরিয়ে দিয়েছে। আর ক্যাটা দাস আমাকে চড়-থাপ্পড় মেরেছে।
কোচবিহারের মাথাভাঙায় বিজেপির BLA-কে মারধর করে জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ইনিই নিভাস দাস। বিজেপির বুথ লেভেল এজেন্ট বা BLA তাঁর দাবি, মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় BLO-র সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছিলেন,তখনই তৃণমূলের লোকজন তাঁকে মারধর করে, এবং তারপর ৬৩ বছরের এই বিজেপি নেতাকে জুতোর মালা পরিয়ে দেয় বলে অভিযোগ। মাথাভাঙা (১) ব্লক বিজেপি BLA নিভাস দাস বলেন, সকাল সাড়ে ৯টার সময় ওরা আমাকে ফোন করল। মানে BLO ফোন করল। তাই আমি ওখানে গেলাম। BLA-2 হিসেবে। কাজ করছিলাম। এমন সময়ে ফটিক দাস আর ক্যাটা দাস, ওরা দু'জনে এসে আমাকে মারধর করল। ঘুষোঘুষি, লাথি মারল। চড়-থাপ্পড় মারল, আমাকে বাড়ি থেকে বের করে দিল। আর জুতোর মালাটা আমার গলায় পরিয়ে দিল।
প্রশ্ন: ওঁরা কারা?
উত্তর : ওরা তৃণমূলের লোক।
প্রশ্ন: আপনাকে কেন এভাবে মারধর ও জুতোর মালা পরাল?
উত্তর : আমি ওই যে বিরোধী। আমি বিজেপি পার্টি থেকে BLA-2 হিসেবে গেছি। যার জন্য আমাকে এই ঘটনাটা ঘটিয়ে দিল। যদিও বিজেপির BLA-কে মারধর ও জুতোর মালা পরানোর ঘটনার সঙ্গে দল কোনওভাবে জড়িত নয় বলে, দাবি করেছে তৃণমূল। মাথাভাঙার যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পাপাই দাস বলেন, ঘটনাটা শুনেছি, কিন্তু এখানে তৃণমূল কিছু করেনি, আসলে মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত।ঘটনাস্থলে পৌঁছে বিজেপির BLA-কে উদ্ধার করে মাথাভাঙা থানার পুলিশ। বিজেপির তরফে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও ঘটনাটি জানানো হয়েছে।