কোচবিহার: এনুমারেশন ফর্ম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে  দুর্ঘটনায় মৃত্যু BLO-র ! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। শীতলকুচি বিধানসভার ২০৫ নম্বর বুথের ওই BLO-এর নাম ললিত অধিকারী। ইতিমধ্য়েই এই দুর্ঘটনায় BLO-র মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর কড়া নজরদারি দেশজুড়ে, এবার যা উদ্ধার হল বাংলার মাটি থেকে !

'বাইক চালানোর সময় হয়তো কমিশনের ডেডলাইনের কথাই ভাবছিলেন BLO'

'অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হচ্ছে BLO-দের। বাইক চালানোর সময় হয়তো কমিশনের ডেডলাইনের কথাই ভাবছিলেন BLO', প্রবল মানসিক চাপের কারণেই অসাবধানতায় হয়তো দুর্ঘটনার মুখে পড়েছেন, দাবি তৃণমূলের। দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির। SIR সংক্রান্ত কাজের চাপে সম্প্রতি BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের মেমারিতে।

'প্রচুর চাপ দিয়েছিল উপর থেকে। মোবাইলে সারাক্ষণ বলছে ওকে কত পার্সেন্ট হল? '

মৃতার পরিবারের দাবি, BDO-র অফিস থেকে চাপ দেওয়াতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। যদিও এনিয়ে জয়েন্ট BDO মুখ খুলতে চাননি।  BLO-র মৃত্য়ু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দায় ঠেলাঠেলি। মৃত BLO-র স্বামী মাধব হাঁসদা বলেন, প্রচুর চাপ দিয়েছিল উপর থেকে। মোবাইলে সারাক্ষণ বলছে ওকে কত পার্সেন্ট হল? একদিকে নির্বাচন কমিশনের গাইডলাইন। অন্যদিকে শাসকের হুমকি। বিরোধী দলের হুঁশিয়ারি! ত্রিমুখী চাপে কার্যত তথৈবচ অবস্থা বিএলও-দের। আগেই নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছেন তাঁদের একাংশ। আর এই আবহেই পূর্ব বর্ধমানের মেমারিতে এক বুথ লেভেল অফিসার বা বিএলও-র মৃত্যু হয়েছে। 

SIR-এর কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু SIR-এর কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছে পরিবার। মৃত BLO-র স্বামী  মাধব হাঁসদা বলেন, প্রচুর চাপ দিয়েছিল উপর থেকে। সুপারভাইজার... BDO অফিস থেকে সবসময় ফোন হচ্ছিল, কতটা কাজ করলেন। বসে আছেন? এরকম করছে। যেটুকু শুনেছি খুব তাড়াতাড়ি করতে হবে। ৮০% দেখাতে হবে, এসব আমাকে বলছিল।  মোবাইলে সারাক্ষণ বলছে ওকে কত % হল? কী করছেন বসে আছেন নাকি? এইসব কথাগুলো শুনে ওর মাথায় একটা চাপ পড়ে গেল। চাপ থেকেই ব্রেন স্ট্রোকটা হয়েছে। BLO-র মৃত্য়ু নিয়ে শুরু হয়েছে দোষারোপের রাজনীতি! শুভেন্দু অধিকারী বলেন, কোনও BLO-কে বিজেপির কেউ চাপ দেওয়ার সুযোগও নেই।+যদি কাউকে চাপ দিয়ে থাকে তৃণমূলই চাপ দিয়েছে।