ভাস্কর ঘোষ, হাওড়া: হাওড়ার বালিতে, ফর্ম বিলি করতে গেলে, সিপিএম-এর বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কর্মী। এই ঘটনায় বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিএম।
আরও পড়ুন, 'বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়..', SIR বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হাওড়ায় আক্রান্ত হলেন বিরোধীদের BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট
মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন BLO অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। আর সেই দিনেই হাওড়ায় আক্রান্ত হলেন বিরোধীদের BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট। হাওড়ার বালিতে, ফর্ম বিলি করতে গেলে, সিপিএম-এর বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বালি ১৩ নম্বর বুথ সিপিএম BLA তোতন ঘোষ বলেন, 'আমি আক্রান্ত, আমি কাজে যেতেই ধাক্কাধাক্কি করেছে আমায় গালিগালাজ করেছে তৃণমূল।'
ঠিক কী হয়েছিল ?
মঙ্গলবার সকালে, বালির ১৩ নম্বর বুথ এলাকায়, BLO বন্দন চৌধুরীর সঙ্গেই,বাড়ি বাড়ি যাচ্ছিলেন সিপিএম-এর BLA তোতন ঘোষ। অভিযোগ,চৈতলপাড়ার কাছে কয়েকজনকে নিয়ে হাজির হন সুদীপ গঙ্গোপাধ্যায় নামে এক তৃণমূলকর্মী। সিপিএম-এর BLA-কে তাঁরা গালিগালাজ করেন বলে অভিযোগ। চড়-থাপ্পড় মারার পাশাপাশি, ধাক্কাধাক্কিও করা হয় তাঁকে। খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় সিপিএম-এর কর্মীরা। 'সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল'
হাওড়া জেলা কমিটি সিপিএম সদস্য শঙ্কর মৈত্র বলেন, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল। আমরা আরও প্রতিবাদ করব, এই কাজ চলতে পারে। তৃণমূল অজস্র গোলমাল করে রেখেছে তালিকায়, সেটা বাধা দিতেই মেরে বার করে দেওয়া হয়েছে।' যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মী সুদীপ গঙ্গোপাধ্যায় বলেন, ওকে কিছু মারধর করা হয়নি। ওখানে হিন্দু মুসলিম একসঙ্গে থাকে..সেই এলাকা ও গরম করতে চাইছিল, আমরা বাধা দেওয়ায় পাল্টা অভিযোগ করেছে।
বালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএম
এদিকে, ওই BLA কাদের হাতে আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন BLO. ১৩ নম্বর বুথ BLO বন্দনা চৌধুরী বলেন, আমাকে সকালে সিপিএম-এর বিএলও দুজনেই কল করেন। দুজনেই আমার পাড়ার লোক। আমি ঘরের মধ্যে ছিলাম, বাইরে ধস্তাধস্তির আওয়াজ শুনে যাই। আম কাউকে মারতে দেখিনি। ইতিমধ্যেই এই ঘটনায় বালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএম।