মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: এনুমারেশন ফর্ম পূরণ করতে রাস্তায় খোদ মহাকুমা শাসক ! ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরে। এসআইআর শুরুর পর থেকে বিএলওদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল। বাড়িতে গিয়ে ফর্ম না দেওয়ার আবার মন্দিরে বসে বা পাড়ার ক্লাবে বসে ফর্ম দেওয়ার বিস্তর অভিযোগ উঠছিল। তারপরেই অনলাইন ফর্মপূরণে জোর দিয়েছে রাজ্য প্রশাসন। অনলাইন ফর্ম কীভাবে পূরণ করতে হয় সাধারণ মানুষকে দেখাচ্ছেন মহকুমা শাসক।
মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের সিটি সেন্টারে টেবিল পেতে বসলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। প্রশাসনিক কর্তাকে দেখে পথ চলতি মানুষেরাও ভিড় জমালেন। তারপরেই বোঝালেন অনলাইন ফর্ম পূরণে কতটা সুবিধা। ভুল কম হবে, নথি কম লাগবে, বাড়িতে বসে বা দেশের যেকোন প্রান্তে বসে করা যাবে। চিকিৎসক থেকে ব্যবসায়ী বা সাধারণ মানুষ সকলেই মহকুমা শাসকের কাছে বসে করলেন ফর্ম পূরণ।
দুর্গাপুরের বাসিন্দা পরিমল আগস্থী বলেন,"এইরকম মহকুমা শাসক দেখা যায় না। আমাদের গর্ব হচ্ছে। যারা বুঝতে পারছে না এনুমারেশন ফর্ম পূরণ কীভাবে করতে হয়, তাদেরকেও মাস্টার মশায়ের মতো বুঝিয়ে দিচ্ছেন।" মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন,"আমরা নিজের ফর্ম নিজে পূরণ করার কথা জানাচ্ছি। বিএলওদের উপর চাপ যেমন কমবে তেমনি সকলের সুবিধা হবে। আমরা এলাকায় এলাকার ক্যাম্প করার চেষ্টা করছি।"
সোমবারই SIR হচ্ছে, এমন ১২টি রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে BLO-দের নিয়ে কড়া বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের দাবি তিনি বলেন,মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারের নাম কোনওভাবে এলে আত্মীয় বা যিনি সই করেছেন তার দায়িত্ব বলেই ধরা হবে। BLO যেহেতু 'ভেরিফায়েড' বলে সই করবেন, সেক্ষেত্রে তিনিও দোষী।'SIR'-এর পর এ বিষয় কড়া পদক্ষেপ নেবে কমিশন। ফলে, কার্যত শাঁখের করাতের নিচে BLO-রা।একদিকে কাজের চাপ...অন্যদিকে তৃণমূল-বিজেপি-নির্বাচন কমিশনের লাগাতার হুঁশিয়ারি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছেন, এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। এমনই আবহে বারবার BLO-দের হুঁশিয়ারি দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেন, BLO-দের ভুল তথ্য দিতে চাপ দেওয়া হচ্ছে, ভুল তথ্য দিলে ইলেকশন কমিশন এর সাইট নেবে না। সব রকমের তথ্য খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। যদি কোনও গরমিল প্রমাণ হয় চাকরি যাবে সঙ্গে জেলে যাবে। বিহারেও এমন চেষ্টা হয়েছিল লাভ হয়নি কোনও ভাবেই। BLO-দের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু বলেন, SIR-এর সঙ্গে যুক্ত বিএলওদের মধ্যেও গরমিল দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি আমরা অবিলম্বে হেল্পলাইন নম্বর চালু করতে। ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে যাদের EF ফ্রম দেওয়া হয়নি তাদের যাতে সেই ফ্রম দেওয়া হয় আর যে বিএলও এধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। একাংশ বিডিও দের সঙ্গে মিটিং করছে রোজ দুপুরের পর আইপ্যাক এর টিম। আগামীকাল দিল্লি থেকে নির্বাচন কমিশনের টিম আসছে আমরা ভিডিও তথ্য দিয়ে অভিযোগ জানাবো।