পূর্ব মেদিনীপুর : ফের SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ, এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে। SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। মৃত শেখ সিরাজউদ্দিন রামনগর ১ নম্বর ব্লকের কাঁটাবনির বাসিন্দা । 'কাগজপত্র ঘাঁটতে গিয়ে ওই ব্যক্তির হাতে পড়ে তাঁর বাবার ভোটার কার্ড', বাবার নামে ভুল থাকায় আতঙ্কে মৃত্যু, দাবি তৃণমূলের। SIR-এর চেয়েও বেশি ভোটে হারার আতঙ্কে ভুগছে তৃণমূল, পাল্টা বিজেপির। এর আগে পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, জামালপুর এবং ডানকুনিতেও SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে শাসক-বিরোধী সংঘাত চরমে ওঠে।

Continues below advertisement

আরও পড়ুন, 'দল যদি মনে করে যে, শোভনকে আবার বেহালা পূর্ব ফিরিয়ে দেব..', তৃণমূলে কাননের কামব্যাকে কী বললেন রত্না ?

Continues below advertisement

SIR নিয়ে রাজপথে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি। একদিকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়...অন্য়দিকে শুভেন্দু অধিকারী।একইমধ্য়ে রাজ্যের নানা প্রান্ত থেকে SIR-NRC আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। SIR-NRC আতঙ্কে পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, জামালপুরে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে আগেই। সম্প্রতি হুগলির ডানকুনিতে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ ওঠে।  আদতে, ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও, বর্তমানে ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বছর ৬০-এর হাসিনা বেগম।স্থানীয়দের দাবি, ৩ দিন আগে এলাকায় SIR নিয়ে মিটিং হয়। তারপর থেকেই চিন্তায় ছিলেন তিনি। রবিবার সন্ধেয় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ডানকুনি  মৃতের আত্মীয় বলেন,বিভিন্ন কাগজ দিতে হবে ভেবে আতঙ্কিত ছিল। ২০০২-এর তালিকায় নাম নেই। চিন্তিত।  

সোমবার সকালে, মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল পরিচালিত ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তাঁর দাবি, SIR নিয়ে আতঙ্কের কারণেই মৃত্যু হয়েছে হাসিনা বেগমের।ডানকুনি পুরসভার তৃণমূল নেত্রী ও পুর প্রধান  হাসিনা শবনম বলেন, 'তাঁর নামটা ২০০২-এ নেই। সেই ভয়টাও রয়েছেন। মানুষের ভয় এখনও কিন্তু যাচ্ছে না। যে SIR-এর জন্য আরও কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয়-ভীতি সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্য়াটাকগুলো হচ্ছে। সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু এলাকার মানুষের সাথে কথা বলেছেন। মিটিং করেছেন। যে আমার কী হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, তার জন্য যে হার্ট অ্য়াটাক আস্তে আস্তে বেড়েই চলেছে।' তৃণমূলের দাবি নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।শুরু হয়েছে চাপানউতোর।