কলকাতা: বিএলও অ্যাপে আরও একটি নতুন OPTION নির্বাচন কমিশনের। গতকাল নির্বাচন কমিশন voters পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিস জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয়। আজ সকালে BLO APP-এ হঠাৎ নতুন একটি OPTION দেওয়া হল 'documents uploaded by citizen against hearing, কী করতে হবে BLO-দের, ERO-দের কী করতে হবে, তাঁদের আদৌ হিয়ারিংয়ে আসতে হবে কিনা সেসব কিছু বলা হল না। এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্বাচন কমিশনের সব কিছু স্পষ্ট করে বলা উচিত', দাবি বিএলও ঐক্য মঞ্চের।

Continues below advertisement

আরও পড়ুন, "জানেই না, তাঁদের নাম বাদ গেছে.." ! SIR শুনানিতে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কাদেরকে নিয়ে আশঙ্কায় ?

Continues below advertisement