কলকাতা: বিএলও অ্যাপে আরও একটি নতুন OPTION নির্বাচন কমিশনের। গতকাল নির্বাচন কমিশন voters পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিস জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয়। আজ সকালে BLO APP-এ হঠাৎ নতুন একটি OPTION দেওয়া হল 'documents uploaded by citizen against hearing, কী করতে হবে BLO-দের, ERO-দের কী করতে হবে, তাঁদের আদৌ হিয়ারিংয়ে আসতে হবে কিনা সেসব কিছু বলা হল না। এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্বাচন কমিশনের সব কিছু স্পষ্ট করে বলা উচিত', দাবি বিএলও ঐক্য মঞ্চের।
Bengal SIR Row: বিএলও অ্যাপে আরও একটি নতুন OPTION নির্বাচন কমিশনের
ABP Ananda | Ritam Talukder | 15 Jan 2026 05:06 PM (IST)
Bengal SIR Row BLO App: কী করতে হবে BLO-দের, ERO-দের কী করতে হবে, তাঁদের আদৌ হিয়ারিংয়ে আসতে হবে কিনা সেসব কিছু বলা হল না, দাবি বিএলও ঐক্য মঞ্চের।
বিএলও অ্যাপে আরও একটি নতুন OPTION নির্বাচন কমিশনের