হুগলি: চুঁচুড়া-মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন TMC বিধায়ক অসিত মজুমদার ! এদিকে, চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে অসিত মজুমদার শুনানি বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন।

Continues below advertisement

আরও পড়ুন, BJP নেতা-কর্মীকে 'হেনস্থা' ! নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, কেন নিলেন 'মুখ্যমন্ত্রীর' নাম ?

Continues below advertisement

রবিবারই SIR ইস্যুতে এক লক্ষের বেশি নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, BLA 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন।তারপর ২৪ ঘণ্টাও কাটল না। BLA-2 কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় ২ ঘণ্টা SIR-শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিকে, নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 'কোনওভাবেই শুনানিতে হাজির থাকতে পারবেন না BLA 2-রা, নির্বাচন কমিশনের গাইডলাইনে স্পষ্ট উল্লেখ আছে।' বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিককে খোঁজ নিতে নির্দেশ CEO-র। 

চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, নির্বাচন কমিশনের জমিদারি চলছে সারা বাংলায়। এই জমিদারির বিরুদ্ধে আমরা । যে মানুষগুলো সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কাজ করেছে, তারা শুনানিতে ডাক পেয়েছে।  BLO-2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ করব। এ তো অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আমাদের সেনাপতি আমাদের দলের সাধারণ সম্পাদক অতএব তিনি যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ আমি একজন দলের সৈনিক হিসেবে পালন করব। এদিকে, এই ইস্যু পাল্টা বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের উচিত ওঁর (অসিত মজুমদারের) বিরুদ্ধে FIR করা এবং যে যে জায়গায় আসানসোল-সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠ্যৌষধ ছাড়া অন্য কোনও ওষুধে এরা কাজ করবে না।

এদিন,  হুগলিরই ধনেখালিতে BLA-2 কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। ধনেখালির তৃণমূল বিধায়ক  অসীমা পাত্র বলেন, যেখানে BLA 2 অ্যালাউ করেছে, সেখানে কাজ চলছে। যেখানে BLA 2 অ্য়ালাউ করেনি সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA 2-কে অ্যালাউ করেছে। তাহলে কেন আজকে শুনানিতে সে BLA 2 থাকবে না? এদিকে, শুনানি শুরু হতে দেরি হওয়ায় BDO-র ঘরের সামনে ক্ষোভ উগরে দেন অনেকেই।ধনেখালির বাসিন্দা বলেন,বাড়িতে সংসার ছেড়ে ১২টা থেকে এসে বসে আছি। এখন ৩টে বেজে গেল, এখনও কিছুই...তাহলে আমাদের কি সংসার ধর্ম নেই, ছেলেপুলে নেই বাড়িতে? এখন কাজ বন্ধ আছে, চালুই হয়নি।' সবমিলিয়ে, SIR-এর শুনানি পর্বে একদিকে, ভোগান্তি আর অন্যদিকে রাজনৈতিক চাপানউতোর চলছে সমানতালে।