কলকাতা: এনুমারেশন ফর্ম বিলি নিয়ে তথ্য দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ৯৯ দশমিক ১৬ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি। গোয়াতে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি, জানাল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, গোয়া সহ ১২টি রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির তথ্য পেশ জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআর সংঘাতের মধ্যেই তথ্য পেশ জাতীয় নির্বাচন কমিশনের। 

Continues below advertisement

 

আরও পড়ুন, 'শুরু থেকেই এই নির্বাচন নিরপেক্ষ ছিল না..' বিহারে ভরাডুবির পর কী প্রতিক্রিয়া রাহুলের ? 

Continues below advertisement

রবিবার বালুরঘাটে বিজেপির 'SIR সহায়তা শিবিরে' উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন সুকান্ত মজুমদার। আসানসোলে বাড়ি বাড়ি SIR-সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। পোলবায় CAA সহায়তা কেন্দ্রের উদ্বোধন করতে যান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শিলিগুড়িতে নিজের দলীয় কার্যালয়ে CAA সহায়তা শিবিরের আয়োজন করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।  শুরু হয়ে গেছে SIR.এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা!আর এ নিয়ে রাজনৈতিক বাগযুদ্ধ-গণ্ডগোলও চলছে সমানতালে। এই প্রেক্ষাপটেই রবিবাসরীয় সকালে বিজেপির জনপ্রতিনিধিরা কোথাও CAA ক্যাম্প তো কোথাও SIR হেল্প ডেস্কে, কেউ আবার সরাসরি বাড়ি বাড়ি ঘুরে SIR সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিলেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডেরই বাসিন্দা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার, এখানকার বিজেপির 'SIR সহায়তা শিবিরে' উপস্থিত থাকেন তিনি। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা থেকে শুরু করে, নিজেই ফর্ম ফিল-আপ-এর কাজ হাত বাড়ালেন বিজেপি সাংসদ।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, সাধারণ মানুষের অনেক সময় ফর্মফিলআপ করতে অসুবিধা হয়। আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। আমরা চাইছি SIR যেন কিছু রাজনৈতিক দল যারা SIR-কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। সেই ভয়ের বাতাবরণ যেন SIR না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। 

দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি, আসানসোল দক্ষিণের ৯৬ নম্বর ওয়ার্ডে, বাড়ি বাড়ি SIR-সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। আসানসোল দক্ষিণ বিজেপি বিধায়ক   অগ্নিমিত্রা পাল বলেন,আমি গেছিলাম দুটো বুথে। ৬১ ও ৬২ নম্বর বুখে। মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, ফর্ম ফিলআপ করেছে কিনা যদি কোনও সমস্যা হলে আমি কাজ করলেই তৃণমূল বাধা দিচ্ছে।  এদিনই, হুগলির পোলবায় CAA সহায়তা কেন্দ্রের উদ্বোধন করতে আসেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শিলিগুড়িতে নিজের দলীয় কার্যালয়ে CAA সহায়তা শিবিরের আয়োজন করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।