কলকাতা : রাসবিহারী কেন্দ্রের BLO-কে শোকজ করল নির্বাচন কমিশন। তৃণমূলের BLA-র দোকানে বসে এনুমারেশন ফর্ম পূরণের অভিযোগ। রাসবিহারীর ১৯০ পার্টের BLO-কে শোকজ করল কমিশন। কংগ্রেসের অভিযোগে রাসবিহারী কেন্দ্রের BLO-কে শোকজ। পরমহংস প্রসাদ নামে BLO-কে শোকজ করে জবাব চাইল কমিশন।

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, 'SSC-র ইন্টারভিউ তালিকায় কীভাবে 'দাগি' প্রার্থীদের নাম ?' প্রশ্ন তুলে মামলা, কী প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর ?

'কোনও গরমিল প্রমাণ হয়, চাকরি যাবে সঙ্গে জেলে যাবে', কার্যত শাঁখের করাতের নিচে BLO-রা

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের BLO শাখার সদস্যরা যেদিন CEO-র দফতরের সামনে বিক্ষোভ দেখালেন, সেদিনই ফের BLO-দের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, কোনও গরমিল প্রমাণ হয়, চাকরি যাবে সঙ্গে জেলে যাবে। কার্যত শাঁখের করাতের নিচে BLO-রা। একদিকে কাজের চাপ...অন্যদিকে লাগাতার হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে তাঁদের। হুমকি-হুঁশিয়ারির এই পর্ব অবশ্য় শুরু হয়েছে এরাজ্য়ে SIR ঘোষণারও অনেক আগে থেকে। একদিকে BLO-দের কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্য়মন্ত্রীই।

এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের, কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না : মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। বুথ লেভেল অফিসারদের বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান। কোচবিহার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান  গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ওই BLO-কে তখনও বেঁধে রেখো।

BLO-দের দায়িত্ব মনে করিয়ে ফের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতাও

অন্য়দিকে, আবার BLO-দের দায়িত্ব মনে করিয়ে ফের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতাও। শুভেন্দু অধিকারী বলেন,  BLO-দের ভুল তথ্য দিতে চাপ দেওয়া হচ্ছে, ভুল তথ্য দিলে ইলেকশন কমিশন এর সাইট নেবে না। সব রকমের তথ্য খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। যদি কোনও গরমিল প্রমাণ হয় চাকরি যাবে সঙ্গে জেলে যাবে। বিহারেও এমন চেষ্টা হয়েছিল লাভ হয়নি কোনও ভাবেই।

অল্প সময়ে ব্য়াপক কাজের বোঝা চাপিয়ে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ

শিক্ষা বহির্ভূত ডিউটি দেওয়া...থেকে অল্প সময়ে ব্য়াপক কাজের বোঝা চাপিয়ে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সোমবার CEO-র দফতরের সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের BLO শাখার সদস্যরা। আর, এদিনই ফের BLO-দের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। BLO-দের একাংশের বিরুদ্ধে এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।