কলকাতা :  SSC-র ইন্টারভিউ তালিকায় 'দাগি' প্রার্থীদের  নাম ! ফের মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট একাধিকবার সতর্ক করলেও, SSC-র প্রকাশিত একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকায় দাগি প্রার্থীর নাম থাকার অভিযোগ উঠল। আদালতে দায়ের হল মামলা। এনিয়ে প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Continues below advertisement



আরও পড়ুন, বিহারে NDA ঝড়, নীতীশের প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা ! কটাক্ষ শুভেন্দুর


এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এখনও অবধি এসএসসি-র জ্ঞান মোতাবেক কোনও দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলা, মামলার মতো হোক না। কী আছে, কী করা যাবে ? এসএসসি নতুনদের ক্ষেত্রে,  যে কথাটা আপনারা বলছেন, ..এই মুহূর্তে তাঁরা এসএসসি-র কাছে কোনও ডেপুটেশন জমা দিয়েছে কিনা, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসি-র সঙ্গে কথা বলতে পারছি, ততক্ষণ আমি এটা বলতে পারব না। তাঁরা আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার নিশ্চয়ই আলোচনা হয়েছে। কিন্তু সেটা যতক্ষণ না কোনও প্রসেস শেষ হচ্ছে, এনিয়ে আইনিভাবে কোনও কথা আমি বলতে পারি না।'


বুধবার এই মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। অবশ্য তার আগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষার আগে, SSC-কে বারবার সতর্ক করে সুপ্রিম কোর্ট বলেছিল, একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারেন! কিন্তু, কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরও ইন্টারভিউয়ের তালিকায় দাগিদের নাম থাকার অভিযোগ উঠল। যা নিয়ে ফের মামলাও দায়ের হল কলকাতা হাইকোর্টে।


নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের পর, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। তবে তার আগে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল, 'দাগি' বলে চিহ্নিতরা যেন কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। সেইসময় সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন, SSC দাগিদের নামের তালিকা প্রকাশিত এবং তাঁদের অ্য়াডমিট কার্ড বাতিল করা হয়েছে। 
 


সম্প্রতি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের পরে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে সকুল সার্ভিস কমিশন। এই অবস্থায় এদিন আদালতে মামলাকারীর আইনজীবী প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে পরীক্ষায় বসলেন 'দাগি'রা? এরপর মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা।  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মামলা তো করেছে। মামলার ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি। মামলা মামলার মতো হোক না। সে কী আছে, কী করা যাবে? আমাদের SSC-র যারা আইনজীবী আছেন, তাঁরা মামলায় অংশ নেবেন। কোর্টে তাঁরা উত্তর দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালত। একাধিকবার সতর্ক করে দেওয়ার পরও কী করে, দাগি প্রার্থীদের নাম ইন্টারভিউয়ের তালিকায় ঢুকল? এটা কি SSC-র গাফিলতি? দায়সারা মনোভাব? নাকি, ফের কোনও দুর্নীতি হয়েছে?এই প্রশ্নগুলোকে সামনে রেখে শুরু হয়েছে রাজনীতির চাপানউতোর!