অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ছুটির দিনেও রাজ্য জুড়ে SIR-শুনানি। নো ম্যাপিংয়ে থাকা ৩২ লক্ষ ভোটারের শুনানির দ্বিতীয় দিন। ২০০২-র তালিকায় যোগসূত্র না মেলা ভোটারদের আজও শুনানি। যাঁদের নামের বানান ভুল রয়েছে, ডাকা হচ্ছে তাঁদেরকেও। খসড়ায় ১ কোটি ৬৭ লক্ষের বেশি ভোটারের তথ্যে অসঙ্গতি, দাবি কমিশন সূত্রে। হয়রানির অভিযোগে সরব ফিরহাদ। 

Continues below advertisement

আরও পড়ুন, 'বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন', ফের বিস্ফোরক সৌগত রায়

Continues below advertisement

অন্য়দিকে, ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরের হরিমোহন ঘোষ কলেজেও এদিন শুনানি হয়। এই বিধানসভার অন্তর্গত ফতেপুর ভিলেজ রোডের বাসিন্দা, পেশায় দর্জি, বছর ৫৫-র শেখ সইফুদ্দিন। তাঁর দাবি, ২০০২-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পড়েছে। ২০০২-এ নাম রয়েছে। তারপরও ডেকে পাঠানো হয়েছে। একই দাবি, ওই এলাকারই বাসিন্দা, বছর ৬০-এর মনসুর আলিরও। 

খসড়া তালিকা প্রকাশের পর, শনিবার শুরু হল SIR শুনানি। নিজের পাড়ার স্কুলে, শুনানি খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম। এদিন মুখ্য়মন্ত্রীর কেন্দ্র ভবানীপুর ও ফিরহাদ হাকিমের কেন্দ্র, কলকাতা বন্দর এলাকার একাধিক ভোটার অভিযোগ তুললেন, ২০০২-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও, তাঁদের শুনানি পর্বে ডাক পড়েছে। ২০০২-এর ভোটার তালিকায় নাম থাকা সত্বেও কাউকে শুনানিতে ডাকা হয়েছে...কারও আবার এনুমারেশন ফর্মের কিউ-আর কোডে সমস্যা থাকায় তলব করা হয়েছে শুনানিতে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর ও কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হামিকের কেন্দ্র কলকাতা বন্দরে এমনই নানা অভিযোগ সামনে এসেছে। তিনি বলেন, ভুল ম্য়াপিং করেছে নির্বাচন কমিশন। তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ৩ পুরুষ থাকার পরও তাঁকে কেন যে ডাকা হল, কেউ জানে না। 

ভবানীপুরের অন্তর্গত মিত্র ইন্সস্টিটিউশনের নতুন ভবন। এই কেন্দ্রের ভোটার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই, QR-কোডের সমস্য়ার কারণে শুনানিতে ডাকা হয়েছে বলে দাবি বছর উনসত্তরের এই ব্যক্তির।

প্রশ্ন: ২০০২-এ আপনার নাম ছিল? 

শুনানিতে ডাক পাওয়া ভোটার : হ্য়াঁ। ২০০২-এ আমার নাম ছিল। ফর্মে কোনও ভুল নেই। কিন্তু QR কোড, আমাদের যে BLO ছিল, সে বলছে, আপনার QR কোডে একটু ভুল আছে। সেই জন্য় ম্য়াচিং হচ্ছে না। 

চেতলা গার্লস স্কুলেও আসছেন বহু মানুষজন। প্রচুর মানুষজন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হেলথ ডেসকে উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম। 

প্রশ্ন: ভিতরে অনেকেই হ্যারাস হচ্ছেন এবং তাঁদের নোম্যাপিং বলে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলছেন, তাঁরা বলছেন অনেকদিনই তাঁরা এখানকার বাসিন্দা।

ফিরহাদ হাকিম: কথা বলেছি এরপর থেকে আর নোম্যাপিংদের ডাকবে না। কালকে আমি,..কথা বলে এসেছি।