কলকাতা: ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তুমুল তাণ্ডবের পর পেরিয়ে গেছে একটা দিন। ঘটনায় ১ জন তৃণমূল নেতা ও ৪ জন তৃণমূল কর্মী গ্রেফতার হলেও, এখনও গ্রেফতার করা হয়নি তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামকে। বিরোধীদের দাবি, ফারাক্কার ঘটনায় যদি তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হত, তাহলে আজ চাকুলিয়ার ঘটনা ঘটত না। 

Continues below advertisement

আরও পড়ুন, 'ফর্ম 7 জমা দিলে.." বিস্ফোরক অভিযোগ দুর্গাপুর ও আসানসোলে, আশঙ্কাটা কোথায় ? কেন এত ক্ষোভ-বিক্ষোভ ?

Continues below advertisement

বিডিও অফিসের এই অবস্থা! নির্বিচারে ভাঙচুর, সামনে তৃণমূল বিধায়ক! ভাঙচুর চালাচ্ছেন তাঁর অনুগামীরা, নির্দ্বিধায় তাণ্ডব!কিন্তু ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও এখনও পুলিশ ছুঁল না তৃণমূল বিধায়ককে!কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, চাকুলিয়ার বিধায়ক হোক কিংবা ফরাক্কার বিধায়ক হোক, তাঁরা তৃণমূল-কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝেন না, তাঁদের একটাই কাজ বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা। 

 তৃণমূল কংগ্রেস বিধায়ক  মণিরুল ইসলাম বলেন, আমি মানুষকে সামাল দিয়েছি। কিন্তু তার মধ্যে একটা জনবিস্ফোরণ হয়েছে। চাকুলিয়ায় বিক্ষোভকারীদের মারে গুরুতর জখম আইসি!ফারাক্কায় চোখের সামনে, সব ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরও বিডিও অজ্ঞাতপরিচয় দের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন! ফারাক্কা বিডিও জুনেইদ আহমেদ বলেন, প্রসেস আমরা স্টার্ট করেছি। প্রসেস শুরু হয়ে গেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্য়ে রয়েছেন ফরাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামকে।  সুধীর কুমার রেড্ডি, SDO, জঙ্গিপুর:পরে বলব, পরে বলব। ইনভেস্টিগেশন এখন চলছে। প্রশ্ন: স্যর MLA বাদ গেল কেন? সুধীর কুমার রেড্ডি, SDO, জঙ্গিপুর: ইনভেস্টিগেশন চলছে এখন। ইনভেস্টিগেশন চলছে। 

 বিরোধীরা দাবি করছে, মুর্শিদাবাদের ফারাক্কায় পুলিশ কড়া পদক্ষেপ করলে, বৃহস্পতিবার চাকুলিয়ায় এত বড় ঘটনা ঘটত না! কিন্তু তাতে বিধায়কের কিছু যায় আসে না! তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বলেন, না, এটা ভুল। তৃণমূল কর্মী হয়েছে এটা নয়, অন্য জনেও হয়েছে। ফুটেজ দেখে আইন আইনের পথে চলবে। আমি ছিলাম ঠিক। আপনারা ফুটেজ দেখিয়ে দেন মণিরুল ইসলাম এই জিনিসটা করেছে। একটা জনপ্রতিনিধি থাকবে। আমি মানুষকে সামাল দিয়েছি। কিন্তু তার মধ্যে একটা জন বিস্ফোরণ হয়েছে। বুধবারের ঘটনার পর থেকে ফারাক্কা বিডিও অফিসে বন্ধ ছিল SIR এর শুনানি। বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয় শুনানি প্রক্রিয়া।