কলকাতা: SIR-এর কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত BLO? SIR-এর কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত BLO, দাবি পরিবারের। আক্রান্ত মথুরাপুর ১১০ নম্বর বুথের BLO মাহবুব রহমান মোল্লা। কলকাতার আর এন টেগোর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। 

Continues below advertisement

আরও পড়ুন, "২৯৪ টাই মনে হচ্ছে এবার অভিষেকের নেতৃত্বে তৃণমূল পাবে.." ! বিস্ফোরক সজল

Continues below advertisement

সম্প্রতি তৃণমূলপন্থী BLO সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল CEO দফতর চত্বর। ওইদিন মুর্শিদাবাদের ভগবান গোলায় মৃত BLO হামিমুল ইসলাম ও খড়গ্রামের মৃত BLO জাকির হোসেনের পরিবারের সদস্যরা যোগ দেন এই বিক্ষোভ কর্মসূচিতে। অন্য়দিকে, ওইদিনই ভগবানগোলার BLO-র মৃত্যুর ঘটনায় বুলেট খান নামে এক ব্য়াক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। মুর্শিদাবাদের ভগবানগোলায় মৃত BLO হামিমুল ইসলাম ও মুর্শিদাবাদের খড়গ্রামের মৃত BLO জাকির হোসেনের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার CEO দফতরের সামনে মিছিল করেন তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা।

ভগবানগোলা ২ নম্বর ব্লকের ২৮২ নম্বর বুথের BLO হামিমুল ইসলাম।  রানিতলার চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্য়ালয়ে প্রধান শিক্ষক ছিলেন তিনি।পরিবার অভিযোগ করেছিল, SIR-এর কাজের চাপে আত্মহত্য়া করেন হামিমুল। মৃত BLO হামিমুল ইসলামের ছেলে  তহিদুল ইসলাম বলেন, উনি (বাবা) বলতেন SIR-এর প্রচুর চাপ। এসব কাজ আমি করতে পারছি না। আমার বাবাকে কেন আত্মহত্য়া করতে হল, এর জবাব চাই। কিন্তু পরিবার ও তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির হইহট্টগোলের মধ্য়েই কাহানি মে ট্য়ুইস্ট!ভগবানগোলার এই BLO-র মৃত্যুর ঘটনায়, গ্রেফতার হলেন বুলেট খান নাম এক ব্য়াক্তি।পেশায় বেসরকারি ব্যাঙ্কের লোন এজেন্ট। 

পুলিশ সূত্রে দাবি,মৃত BLO-র থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন বুলেট খান।সেই টাকা ফেরত দেওয়া তো দূর, উল্টে হুমকি দিচ্ছিলেন। মৃত BLO-র দেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোটে নাম ছিল ধৃত বুলেটের। পরিবারের করা FIR-এর ভিত্তিতে, গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতকে এদিন ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে লালবাগ মহকুমা আদালত। ধৃত বুলেট তৃণমূল সমর্থক বলে দাবি স্থানীয়দের একাংশের!এ প্রসঙ্গে ভগবানগোলার তৃণমূল বিধায়ক বলেন, যে দলেই থাকুক না কেন, অপরাধ করলে শাস্তি হবেই।অন্যদিকে, মুর্শিদাবাদের খড়গ্রামের BLO জাকির হোসেনের পরিবার অবশ্য় এখনও মৃত্য়ুর জন্য় SIR-এর কাজের চাপকেই দায়ী করেছে। মৃত BLO জাকির হোসেনের ছেলে ।