সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ২০০২-এর ভোটার তালিকার হার্ড কপিতে নাম আছে। কিন্তু অনলাইনে নির্বাচন কমিশন যে তালিকা আপলোড করেছে তাতে নাম নেই! চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি গ্রামের প্রায় ২১৪ জন ভোটার। যদিও মহকুমাশাসকের আশ্বাস, এটা প্রযুক্তিগত সমস্যা। শীঘ্রই সমাধান হয়ে যাবে। 

Continues below advertisement

আরও পড়ুন, ওড়িশার নার্সিং কলেজে পড়তে গিয়ে খড়গপুরের ছাত্রের রহস্যমৃত্যু, 'খুন করে ঝুলিয়ে দিয়েছে রুমমেটরা..' ! বিস্ফোরক অভিযোগ পরিবারের

Continues below advertisement

একদিকে গোটা রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের এনুমারেশন পর্ব! অন্যদিকে, ডেপুটি কমিশনার ও এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এরইমধ্যে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ২০০২ সালের ভোটার তালিকা থেকে একই গ্রামের ২১৪ জনের নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল! ইসলামপুর বাসিন্দা  ইফতিকার আহমেদ বলেন, ২০০২-এ যখন ম্যাপিং হয়েছিল, আমাদের তখন ভোটার ছিল ৭৬৩ জন। কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে ৫৪৯। তাতে ২১৪ জন আমাদের ভোটারের নাম মিসিং আছে। অথচ ২০০২-এ ওরা ভোট দিয়েছে। ওদের কাছে ভোটার আইডি কার্ড আছে। ইসলামপুর ব্লকের আগডিমাটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের নন্দনগছ গ্রাম। ইতিমধ্যেই SIR-এর এনুমারেশন ফর্ম পেয়েছেন বাসিন্দারা। কিন্তু তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশন অনলাইনে ২০০২ সালের যে ভোটার তালিকা আপলোড করেছে তাতে ২১৪ জনের নাম নেই। ফলে লিঙ্ক করার সময় অসুবিধায় প়ড়ছেন তারা।   ইসলামপুরের বাসিন্দা  মমিনা খাতুন  : ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই আমার স্বামীর, আমার। প্রশ্ন : ২০০২ সালে কি আপনারা এখানে ছিলেন? ইসলামপুরের বাসিন্দা  মমিনা খাতুন  : হ্যাঁ, এখানেই বসতবাড়ি আমার। প্রশ্ন : সেইসময় ভোট দিয়েছিলেন? ইসলামপুরের বাসিন্দা  মমিনা খাতুন  : হ্যাঁ। ভোট দিয়েছি। এখন কেন নাম নেই। আমি মাঠে কাজ করি। টেনশনে আমার মাথা ঘুরে যায়। 

এই পরিস্থিতিতে এদিন ইসলামপুরের মহকুমাশাসকের দ্বারস্থ হন বাসিন্দাদের একাংশ। সকলের হাতেই ছিল ভোটার কার্ড। যদিও মহকুমাশাসকের আশ্বাস এটা একটা প্রযুক্তিগত সমস্যা, দ্রুত সমাধান হয়ে যাবে। ইসলামপুর SDO  অঙ্কিতা আগরওয়াল বলেন, ২০০২-এর ভোটার তালিকায় ওদের নাম আছে। হার্ড কপিতে আছে। কিন্তু সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড হয়েছে, সেখানে কোনও কারণে ওনাদের নাম নেই।  এটা একটা টেকনিক্যাল সমস্যা। আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি। ওরা ঠিক করে দেবে। মহকুমাশাসক জানিয়েছেন, সংশ্লিষ্ট BLO-কে সকলের এনুমারেশন ফর্ম জমা নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে ভোটার তালিকা সংশোধন হয়ে গেলে কমিশনের অ্যাপে জমা পড়া এনুমারেশন ফর্মগুলির তথ্য আপলোড করা হবে।