কলকাতা: জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। চেন্নাই থেকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩।


কাঁকসা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ হাবিবুল্লাকে। পরে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় হাবিবুল্লার ১ সঙ্গীকে। হাবিবুল্লার সহযোগী ধৃত আনোয়ার শেখের বাড়ি মঙ্গলকোটে। হাবিবুল্লার গ্রেফতারির পরেই চেন্নাই পালিয়ে যায় আনোয়ার। আজ আনোয়ারকে গ্রেফতার করে চেন্নাই আদালতে পেশ করা হয়। ট্রানজিট রিমান্ডে আনোয়ারকে কলকাতায় নিয়ে আসছে বেঙ্গল এসটিএফ।


রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? সম্প্রতি  দুর্গাপুরের কাঁকসা থেকে মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেফতারের পর এমনটাই দাবি তুলেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কাঁকসা থানায় হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছিল। গোয়েন্দাদের দাবি ছিল, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর একটি মডিউল বাংলাদেশ ও বাংলায় সক্রিয়। শাহাদত নামে সেই মডিউলের প্রধান বা আমীর হিসাবে কাজ করতেন হাবিবুল্লা। কাঁকসায় তার বাড়ি থেকেই হাবিবুল্লাকে গ্রেফতার করেছিল এসটিএফ।


গোয়েন্দা সূত্রে খবর, এই মডিউলের সদস্যরা নিজেদের মধ্যে বিশেষভাবে সুরক্ষিত বা এনক্রিপটিক মেসেজ ব্যবস্থার মাধ্যমে কথা বার্তা বলতেন। সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা-র সঙ্গে যোগাযোগে থাকা আনসার আল ইসলামের মডিউল ভারত ও বাংলাদেশে নাশকতামূলক কাণ্ড ঘটাবে বলেই গোপণে কাজ করছিল বলে মনে করছিল এসটিএফ। 


আরও পড়ুন, 'কালীঘাটে জমি দখল করে বাড়ি সম্প্রসারণ করেছেন', শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের দিনই জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হয়েছিল জম্মু কাশ্মীর। রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাসে
এলোপাথাড়ি গুলি, মৃত্যু হয়েছিল ১০ জনের। আহত হয়েছিলেন ৩৩ জন। ঘটনাস্থলে পৌঁছছিল NIA. পুলিশ জানিয়েছিল, পুণ্য়ার্থীদের নিয়ে বাস শিবখড়ি মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল। আচমকা বাস লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করেছিল দুই জঙ্গি। নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলেও, জঙ্গিরা গুলিবৃষ্টি চালিয়েছিল। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। ড্রোন উড়িয়ে জঙ্গিদের ডেরার সন্ধান চালানো হচ্ছিল। ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন অমিত শা। শোকজ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।