কলকাতা: কখনও রোদ, কখনও বৃষ্টি। এদিকে আকাশে আংশিক মেঘ থাকায় দরদরিয়ে ঘামছে শহরবাসী। নিস্তার কবে ? মিটবে কি বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে ? জানাল আবহাওয়া দফতর (Weather Office)।
কেমন আবহাওয়া থাকবে আগামী ৪ থেকে ৫ দিন ?
আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দুই জায়গাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি থাকবে না, হালকা বা মাঝারি ধরনেরই থাকবে।আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রারও খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তনও থাকবে না। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের কোনও জায়গাতেই এই মুহূর্তের ভারী বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
কেমন তাপমাত্রা থাকবে ?
অপরদিকে, হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে,একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যদিও সেটি পশ্চিমবঙ্গের থেকে অনেক দূরে রয়েছে। দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে। একটা নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপর এর খুব একটা প্রভাব পড়বে না। তবে রাজ্যে আর্দ্রতাজনিত অস্বস্তি ধারাবাহিকভাবে থাকবে। যদিও দিনের তাপমাত্রা খুব বেশি না উঠলেও, আর্দ্রতা জনিত কারণে অস্বস্তি বজায় থাকবে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন, কলকাতার ৩টি নির্মাণকারী সংস্থার অফিসে ED-র হানা
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।