সঞ্চয়ন মিত্র, কলকাতা : পয়লা বৈশাখে জলীয় বাষ্পর সৌজন্যে রোদের রুদ্ররোষ থেকে রক্ষা পেল দক্ষিণবঙ্গ (South Bengal)। তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হল না ঠিকই। কিন্তু বাড়ল অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, রবিবার থেকে আবার শুকনো গরমের দাপট বাড়বে। আগের মতোই দেখা যাবে রোদের তেজ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু হল নতুন বাংলা বছর। ভিনরাজ্যে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে, বাংলায় পয়লা বৈশাখে সূর্যদেব কিছুটা প্রসন্ন হলেন ঠিকই। শুকনো গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই মিললেও, এদিন ছিল আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি। গত ১০ বছরের মধ্যে, ২০১৬ সালের ১৫ এপ্রিল কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁয়েছিল। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া দফতরের যা পূর্বাভাস ছিল, তাতে এবারও পয়লা বৈশাখে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আচমকা বদলাতে থাকে আবহাওয়া। রোদের তেজ কমে গিয়ে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। বাতাসে জলীয় বাষ্প ঢুকতে থাকায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। দেখা যায়নি তাপপ্রবাহের দাপট।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।
গরমের ফাঁসে হাঁসফাঁস-
কলকাতার পাশাপাশি, একই রকম ছবি ছিল বিভিন্ন জেলায়। তবে সূর্যের রুদ্ররোষ থেকে এই স্বস্তি যে নিতান্তই সাময়িক, তাও জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, রবিবার থেকে ফের দাপট দেখাবে শুষ্ক আবহাওয়া। দেখা যাবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুকনো গরমের মধ্যে বইতে পারে লু। বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে উত্তরবঙ্গেও দাপট দেখাচ্ছে জ্বালা ধরানো গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গোটা উত্তরবঙ্গেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
প্রসঙ্গত, উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। আবহাওয়াবিদদের আশঙ্কা, দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে। সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েক দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।