কলকাতা: পাতা ঝরার ভোরে শীতল অনুভূতি থাকলেও, বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। বলতে গেলে পাখা অফ করে দিন কাটানোর সময় শেষ, জানান দিয়েছে প্রকৃতি। দুপুরে বাইরে থাকলে ঘামও হচ্ছে। ঠিক এমনই সময় আবহাওয়া দিয়ে স্বস্তির খবর দিল হাওয়া অফিস (Weather Office)।


আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা


আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলেন, 'আজকে ঠিক আছে। আকাশ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গে। আগামীকাল বৃষ্টি হবে। আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশুদিন (১৪ মার্চ) বৃষ্টিটা একটি ছড়িয়ে পড়বে উত্তরের দিকে। দক্ষিণের দিকে স্পেসিয়াল কভারেজ আরও বেড়ে যাবে। কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ছড়িয়ে যাবে। তারপরের দিন অর্থাৎ ১৫ মার্চ আবার ১৩ তারিখের মত আকার নেবে। কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় আইসোলেটেড রেনফল হবে। তারপরে আর আবহাওয়া শুষ্ক হবে না। অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।'


কী কারণে বৃষ্টি ?


তিনি আরও বলেন, 'এই বৃষ্টিপাতের কারণ হল মূলত, প্রথম আগামীকালের বৃষ্টিপাতের জন্য দায়ি বঙ্গোপসাগরে একটি অ্য়ান্টি সাইক্লোন একদমই উপরের দিকে চলে গিয়েছে। আর লো লেভেলে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে একটা খুব সুন্দর আদ্রতা বয়ে যাচ্ছে। এবং ওখান থেকে একটু লিফ্টিং করেছে।' 


আরও পড়ুন, 'আবেদন করার আগে..', CAA নিয়ে কী বার্তা মমতার ?


 স্বস্তির আবহাওয়া কত দিন ?


প্রসঙ্গত, রাজ্যের এখন পাতা ঝরার মরশুমে বলতে গেলে কমবেশি স্বস্তির আবহাওয়াই চারিদিকে বইছে। তাও মাঝে মাঝে কখনও সখনও আকাশের মুখ ভার হলে, তাপ বাড়ছে। তবে এখনও গ্রীষ্মের দাবদাহ বাকিই রয়েছে। যদিও ইতিমধ্যেই দিল্লির মৌসম ভবন, এনিয়ে স্বস্তির বার্তাই শুনিয়েছে। অন্তত মে মাস অবধি খুব কষ্ট পেতে হবে না বঙ্গবাসীকে। কারণ মার্চ , এপ্রিল এবং মে মাসে কমবেশি বৃষ্টিপাতের কথাই জানিয়েছে আবহাওয়া দফতর। রইল বাকি হিট ওয়েভ বা তাপপ্রবাহ। যদিও এই তাপ প্রবাহের মূলে দায়ি অনেকাংশেই গ্লোবাল ওয়ার্মিং। আর যার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দায়ি দূষণ। অর্থাৎ বছর বছর স্বস্তি কমে, তাপপ্রবাহের পথেই হাতছানি দেবে বলেই জানান দিচ্ছে প্রকৃতি। যারই উদাহরণ স্বরুপ ইতিমধ্যেই বরফ গলা শুরু করেছে।  অর্থাৎ সব মিলিয়ে আবহাওয়ার মেজাজ আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে বলেই দাবি আবহাওয়াবিদদের।