সঞ্চয়ন মিত্র, কলকাতা : সামান্যই চড়ল পারদ। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা।
কুয়াশার চাদরে ঢেকেছে জেলা থেকে জেলা। সকাল থেকে ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের জিনিসও দেখা যাচ্ছিল না । ঠাণ্ডা জাঁকিয়ে পড়লেও এই মরসুমে গত কাল থেকে ভোরে এত ঘন কুয়াশা। জাতীয় সড়কেও আলো জ্বালিয়ে ধীরগতিতে চলে পরিবহন। ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তাঘাটে মানুষের আনাগোনাও ছিল কম। ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে শুরু হয় শৈত্য প্রবাহ।অনেক জায়গায় দেখা মেলেনি সূর্যের।
কলকাতায় সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ২৭ ˚C এবং ১৫ ˚C হতে পারে ৷ ২৫শে ডিসেম্বর বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা। কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
24-Dec | 17.0 | 27.0 | Mainly Clear sky | |
25-Dec | 17.0 | 29.0 | Mainly Clear sky | |
26-Dec | 19.0 | 29.0 | Mainly Clear sky | |
27-Dec | 19.0 | 30.0 | Mainly Clear sky | |
28-Dec | 16.0 | 28.0 | Mainly Clear sky | |
29-Dec | 14.0 | 26.0 | Mainly Clear sky |
আরও পড়ুন :
২০২৩ সালে কেমন হবে স্বামী-স্ত্রীর সম্পর্ক, পড়ুন রাশিফল