সৌমিত্র রায়, কলকাতা : বৃহস্পতিবার খুশির ইদ। উৎসবের আনন্দে কি কাঁটা হতে পারে বৃষ্টি ? সপ্তাহশেষেই নববর্ষ যাপন। সেদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ? উত্তরের অপেক্ষায় সকলেই। আবহাওয়া দফতর জানাচ্ছে,  দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কমল। উত্তরে বৃষ্টি বেশি হবে, দক্ষিণে কম হবে বৃষ্টি। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই ঈদের দিন। গরম ও শুষ্ক আবহাওয়ার দাপট বঙ্গে। পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলায় ৩ থেকে ৫ ডিগ্রি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে দিনের তাপমাত্রা। 


তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পারদ


আগামী দুদিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমবে। বাড়বে শুষ্ক আবহাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।


ইদের আবহাওয়া


আজ ১০ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। ইদের দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।           


উত্তরবঙ্গে কতদিন চলবে বৃষ্টি?


আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইদের দিন বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইবে।


কলকাতায় তাপমাত্রার হিসেবনিকেষ 


কলকাতায় মঙ্গলবার রাতের তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল  দিনের তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি। আজ বেলায় তা বেড়ে ৩৬ ডিগ্রি ছড়িয়ে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৮৪ শতাংশ এবং রাতে ৩৫ শতাংশ।  


আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।