সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: মার্কিন দূতাবাসের (US Consulate) দ্বারস্থ 'আক্রান্ত' প্রবাসী (NRI Bengali Attacked In Kankulia Road) বাঙালি, অবশেষে গ্রেফতার ১। ধৃত প্রোমোটারের সহযোগী। তবে এখনও এধরা মূল অভিযুক্ত প্রোমোটার ও তাঁর ভাই। কাঁকুলিয়া রোডে তোলা না দেওয়ায় প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগ ওঠে। এর পরই মার্কিন দূতাবাসে অভিযোগ জানান পেশায় সফটওয়ার আর্কিটেক্ট জিষ্ণু নাথ। মার্কিন দূতাবাস থেকে আইনজীবীদের তালিকা দেওয়া হয় তাঁকে। গোটা ঘটনায় এখনও আতঙ্কে তিনি। 


যা জানা গেল...
ধৃতের নাম ভোলা প্রামাণিক বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তিন দিন পর, আজ, বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছিলেন জিষ্ণু। দূতাবাস থেকে বেরোতেই তাঁর কাছে ফোন আসে, ভোলাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ধৃত ব্যক্তি প্রোমোটার খোকন সর্দারের সহযোগী।  অভিযোগ, জিষ্ণু নাথের কাঁকুলিয়া রোডের উপর যে বাড়ি রয়েছে, তার সামনে বালি রাখা ঘিরে সংঘাত শুরু হয়। চাঁদার নামে তাঁর কাছ থেকে তোলা চাওয়া হয় বলেও দাবি। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় জিষ্ণুকে। বাঁ দিকে চোখের নিচে কালশিটে পড়ে যায়। ঘটনার দিনই তিনি দু'জনের নামে এফআইআর দায়ের করেন। এক জন খোকন সর্দার। ইনি পেশায় প্রোমোটার বলে পরিচিত। অন্য জন নবীন সর্দার। ইনি খোকনের ভাই। পরে জানা যায়, এঁদের সহযোগী আরও ১৫ জনের নামেও অভিযোগ রয়েছে। এঁদের সকলের মধ্যে প্রথম গ্রেফতারি আজ। তবে এখনও যথেষ্ট আতঙ্কে রয়েছেন জিষ্ণু নাথ। কারণ মূল দুজন অভিযুক্ত এখনও গ্রেফতার হননি। 


আক্রান্তের কথায়...
জিষ্ণুর দাবি, 'মার্কিন দূতাবাস থেকে জানিয়েছে, আমাদের আইনি পথে এগোতে হবে। আইনজীবীদের একটি তালিকা দেওয়া হয়েছে যাঁরা মার্কিন নাগরিকদের হয়ে এই ধরনের মামলা সামলে থাকেন। এবং আমাকে ওঁদের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে হবে।' সংবাদমাধ্যমের কাছে আজও তিনি বলেন, 'বেশ আতঙ্কে রয়েছি। কারণ পুলিশ আমাদের খালি বলেন, আমরা টহল দিচ্ছি। আমাদের উপর আস্থা রাখুন। কিন্তু খুঁজে পাচ্ছি না। কিন্তু ওঁরা চলে যেতেই আবার ঘোরাঘুরি করছে।' দুদিন পরে মার্কিন মুলুকে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে আপাতত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফেরার তারিখ পিছোবেন তিনি। 


 


আরও পড়ুন:'মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে' ফের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী