কলকাতা : সকাল থেকে বড়সড় কোনও গণ্ডগোলের খবর পাওয়া যায়নি ভবানীপুর কেন্দ্রে। সকাল-সকাল বুথ জ্যাম ও ইভিএম কারচুপির অভিযোগ এনেছিলেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। যদিও সেই অভিযোগ নাকচ করে দেয় নির্বাচন কমিশন। পরে ফিরহাদ হাকিম বলেন, ওরা জানে না, ভবানীপুরে রিগিং হয় না। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দিকে দিকে রাজনৈতিক সৌজন্যের ছবি চোখে পড়ছিল । কিন্তু বেলা ১ টা বাজতে না বাজতেই ভবানীপুরের একটি কেন্দ্রে তুমুল বচসা বেঁধে গেল তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। কারণ ? ভবানীপুরের একটি বুথে এক ভুয়ো রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি।



এরপরই ভবানীপুরে খালসা হাইস্কুলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা বেঁধে যায়। বুথে ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। অস্বীকার করে তৃণমূল। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যায় ! ভবানীপুরের কয়েকটি বুথে রিগিংয়ের অভিযোগ তোলে বিজেপি। ১৫১, ১৬০, ১৬২, ১৭২ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ করা হয়েছে। বিজেপির অভিযোগের কোনও সত্যতা নেই, জানিয়ে দেয় নির্বাচন কমিশন । অন্যদিকে ভবানীপুরের ভোটে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলেছে সিপিএমও । রিগিংয়ের অভিযোগ ওড়াল তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন :


Bhawanipur By-election 2021: হুইলচেয়ারে বসে চেতলায় ভোট দিতে এলেন ৯০ ঊর্ধ্ব বছরের বৃদ্ধা



ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি । এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছে তারা। ভোট শেষ না হওয়া পর্যন্ত নজরবন্দি করে রাখার দাবি জানিয়েছে বিজেপি। ভবানীপুরের বাইরে নজরবন্দি করে রাখার দাবি করে বিজেপি। কোনওদিন কোনও অনৈতিক কাজ করিনি, প্রতিক্রিয়া জানান ফিরহাদ হাকিম। স্বমেজাজে মদন মিত্র বলেন, নালিশ করলে পালিশ করে দেব ! বিজেপির অভিযোগের প্রেক্ষিতে অ্যাকশন টেকেন রিপোর্ট চায় কমিশন। অন্যদিকে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, সামশেরগঞ্জে বেশি ভোট পড়লেও ভবানীপুরে কম ভোট কেন?

ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।