কলকাতা : ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের পাশাপাশি, আজ মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট। বেলা ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ২১.৭৩ শতাংশ। জঙ্গিপুরে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.১১ শতাংশ। বেলা ১১টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ৪০.২৩ শতাংশ। সকাল থেকেই বুথের সামনে সেই চেনা লাইন নেই। রাস্তাঘাটও শুনশান। ভোটের উত্তাপ তেমন বোধই হচ্ছে না, মনে করছেন অনেকেই। এরই মধ্যে চেতলায় দেখা গেল একদম অন্যরকম ছবি।
চেতলার কৈলাস বিদ্যামন্দির। খুব কম ভিড়। লাইনও তেমন নেই। অনেকেরই ধারণা, উপনির্বাচন বলেই তেমন একটা আগ্রহ বোধ করছেন না মানুষ। এরই মাঝে, চেতলা ৯বি অঞ্চলের এক ভোটার এলেন ভোট দিতে। হারিয়েছেন হাঁটার ক্ষমতা। বয়সের ভারে বেশ নুব্জ চেহারা। কিন্তু উৎসাহে ঘাটতি নেই তাঁর। হুইলচেয়ারে বসেই গেলেন বুথে। প্রয়োগ করলেন ভোটাধিকার। সঙ্গে এসেছিলেন তাঁর ছোট ছেলে। মাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে এলেন বুথে। ভোট দিয়ে গেছেন ৯০ ঊর্ধ্ব বৃদ্ধা। বললেন ভোট দিয়েছেন ভাল ভাবেই। এরপরই আরও এক বিশেষভাবে সক্ষম যুবককেও দেখা যায় হুইল চেয়ারে বসে ভোটকেন্দ্রে আসতে।
এরই মধ্যে ভবানীপুরের ভোটারদের বাড়ি থেকে বেরিয়ে ভোটাধিকার প্রয়োগের আর্জি জানান ফিরহাদ হাকিম। ট্যুইটারে ফিরহাদ লেখেন, 'উন্নয়নের স্বার্থে ভোট দিন, সাম্যের জন্য ভোট দিন'