৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন, যেখানে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক পাঁচদিন পরই, ৬ অক্টোবর, মহালয়া। তার আগে প্রকাশিত হল তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর মিউজিক ভিডিও। কিছুদিন আগে তারই শ্যুটিং হয়। সেখানে ছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও পায়েল সরকার। লক্ষ্য অবশ্যই, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার। শেষ পর্যন্ত সামনে এল কামারহাটির বিধায়কের গান। জায়ান্ট স্ক্রিনে দেখল ভবানীপুরবাসী। শোনা গেল ... জাগো তুমি জাগো আগমনী গান। মদন মিত্র জানালেন বাংলার মুখ্যমন্ত্রীকে এটা তাঁর শ্রদ্ধা জ্ঞাপন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনায় এবার তাঁর মুখে নজরুল গীতিও। তিনি গাইলেন , অঞ্জলি লহ মোর সঙ্গীতে ...
কিছুদিন আগেই তিনি বলেন, ' দিদি আমাকে পাড়ায় পাড়ায় ঘুরতে বলেছে। তাই করছি। তবে আমরা কে? উনিই তো হাত ধরে আমাদের এই জায়গায় এনেছেন। '
আরও দেখুন -
Madan Mitra: ভবানীপুরে ভোটের প্রচারে মদনের নতুন গান
ম্ঙ্গলবার ভবানীপুরে মৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যান মদন। সেখানে মহিলারা ঢাক বাজিয়ে অভ্যর্থনা জানান। তারপর জায়ান্ট স্ক্রিনে দেখা যায় মদন মিত্রের আগমনী গান। বিধায়ক যদিও বলেন, তিনি গায়ক নন, তাই ভুল-ত্রুটি- ঘটতেই পারে। সেটা যেন মানুষ বোঝেন। ভবানীপুর জয়েই কাজ শেষ হচ্ছে না। আসল লক্ষ্য যে ২০২৪-এ দিল্লির ক্ষমতা দখল, তাও এদিন গানের ছলে বলে দিয়েছেন তৃণমূল বিধায়ক। মদন মিত্র বারবার একটাই কথা বলেন, ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া। কিছুদিন আগেই ভবানীপুরের প্রথম কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল মদন মিত্রের নাম। তিনি বলেন, ' মদন পাড়াটা দেখে নেবে। ও খুব কালারফুল ছেলে। মাঝে মাঝে একটু বেশে কালারফুল হয়ে যায়'
এর আগে বিধানসভা ভোটের আগেও প্রকাশিত হয়েছিল মদন মিত্রের মিউজিক ভিডিও। ইতিমধ্যেই মদন মিত্রর বায়োপিক তৈরি করছেন পরিচালক রাজা চন্দ। তার আগে ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে প্রকাশিত হয়ে গেল মদন মিত্রের মিউজিক ভিডিও।