মুম্বই: অভিনেত্রী পায়েল ঘোষ (Payel Ghosh) সম্প্রতি দাবি করেছেন যে, তিনি দু্ষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন। ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, তিনি যখন দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই কয়েকজন মাস্ক পরা ব্যক্তি তাঁর উপর হামলা চালায়। শুধু তাই নয়, তাদের হাতে যে বোতল ছিল, তাতে অ্যাসিড ছিল বলে দাবি করছেন অভিনেত্রী। এবং পুরো ঘটনাটাকেই পূর্ব পরিকল্পিত বলে দাবি জানাচ্ছেন তিনি।
আরও পড়ুন - সপরিবারে ছুটি কাটাচ্ছেন করিনা, জন্মদিনে সেফের সঙ্গে সেলফি পোস্ট অভিনেত্রীর
আরও পড়ুন - Taapsee Pannu Trolled: 'এ তো পুরুষের শরীর', ট্রোলারকে মোক্ষম জবাব তাপসী পান্নুর
তাঁর উপর দুষ্কৃতী হামলা প্রসঙ্গে অভিনেত্রী পায়েল ঘোষ বলেন, 'রাত ১০টা নাগাদ আমি ওষুধের দোকান থেকে ফিরছিলাম। আমি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলাম। সেই সময়ই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার উপর হামলা করে। তাদের প্রত্যেকের মুখেই মাস্ক ছিল। ওদের হাতে লোহার রড ছিল। সেই রড দিয়ে আমার মাথায় আঘাত করে। ওই ঘটনার পর যখনই আমি ভয়ে পেয়ে চেঁচিয়ে উঠি, তখন ওরা আমার হাতের উপর লোহার রডটা ফেলে দেয়। এছাড়াও ওরা হাতে করে অ্যাসিডের বোতলও নিয়ে এসেছিল।' তিনি আরও বলেন যে, 'যারা হামলা করতে এসেছিল, তারা তো মোটেই শুভানুধ্যায়ী ছিল না। আর ওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে চলেছি খুব শীঘ্রই।'
দুষ্কৃতী হামলার পর কার্যত ট্রমার মধ্যে রয়েছেন অভিনেত্রী। আতঙ্কের রেশ তাঁর এখনও কাটেনি। পায়েল বলছেন, 'ভগবানকে ধন্যবাদ জানাবো যে ওটা জনবহুল এলাকা ছিল। তাই যখনই আমি চিতকার করে উঠি, ওরা ভয়ে পেয়ে পালিয়ে যায়।' নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেত্রী নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেছেন যে, তিনি ওই ঘটনার পর থেকে তিনি এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যে, ঘুমোতে পর্যন্ত পারছেন না।