পার্থপ্রতিম ঘোষ, বীরভূম: রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh Murder) খুনে আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করলেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা। ইতিমধ্যেই সামনে এসেছে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে, বগটুই মোড়ে তাঁর ওপর হামলার মুহূর্তের সময় স্কুটারের ওপরে বসে ফোনে কথা বলছিলেন তৃণমূলের উপপ্রধান।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাদু-খুনের তদন্তে সিবিআই
ভাদু শেখ খুনের তদন্তে নেমে এখন CBI-এর নজরে ভাদু খুনের ঘটনাস্থল বগটুই মোড় (Bogtui News) এবং তাঁর স্কুটার। মঙ্গলবার সকালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যদের নিয়ে বগটুই মোড়ে যান CBI-এর তদন্তকারী অফিসাররা। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এরপরের গন্তব্য ছিল রামপুরহাট থানা (Rampurhat News)। খুনের সময় ভাদু শেখ যে স্কুটারটিতে বসেছিলেন। সেটি রামপুরহাট থানায় রাখা রয়েছে। সেটিকেও এদিন পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা। CBI সূত্রে দাবি, স্কুটারটির কোনও নম্বর প্লেট ছিল না। পশাপাশি স্কুটার থেকে সেটির কোনও নথি মেলেনি। উল্টে একটি লরির নথি মিলেছে।
আরও পড়ুন: 7 Tay Bangla (Seg 1): হাঁসখালিকাণ্ডে রাজভবনের সামনে বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ। Bangla News
২১ মার্চ রাতে খুন হন ভাদু শেখ। তারপর তাঁর স্কুটারটি বাজেয়াপ্ত করে রামপুরহাট থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু CBI সূত্রে খবর, স্কুটারটিকে ঢেকে রাখা হয়নি। আর এর মধ্যে বৃষ্টি হওয়ায় নমুনা সংগ্রহে সমস্যায় পড়েন তদন্তকারীরা।
ভাদুর স্কুটার থেকে নমুনা সংগ্রহ
এরই মধ্যে এ দিন বিকেলে রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্প অফিসে পৌঁছন CBI-এর ডিআইজি অখিলেশ সিং। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এসপি সঞ্জয় সিন্হা-সহ বিশাল টিম নিয়ে ভাদু শেখের খুনের জায়গায় অর্থাত্ বগটুই মোড়ে পৌঁছন CBI-এর ডিআইজি। ঘটনাস্থল থেকে ভাদু শেখের বাড়ি কতটা দূরে, রাস্তায় কতগুলি সিসি ক্যামেরা রয়েছে, সেগুলি খতিয়ে দেখেন তদন্তকারীরা।
এখনও পর্যন্ত তৃণমূলের উপপ্রধান খুনে কাউকে গ্রেফতার করতে পারেনি CBI। ভাদু শেখের বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি ডায়েরি এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।