ভাঙড়: মনোনয়ন পর্ব চলাকালীন ভাঙড়ে ফের অশান্তি। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী কুতুবউদ্দিন আলি মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ। অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। নিজেরা বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে, পাল্টা নৌশাদ সিদ্দিকি। 


মনোনয়ন ঘিরে উত্তেজনা তৃণমূলে: মুর্শিদাবাদের রানিনগরে শাসকের হামলা রুখতে একজোট বিরোধীরা। একই টোটোয় চড়ে নিজেদের দলের পতাকা নিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা। মার খেলে প্রতিরোধ হবে, বার্তা বিরোধী প্রার্থীদের। একই সঙ্গে তৃণমূলের মতোই কমিশনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বাম, কংগ্রেস, বিজেপিকে বাইক র‍্যালি করতে দেখা যায়। আজও মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের বাইক ‍র‍্যালি। গতকালও এই শেখপাড়া এলাকাতেই লাঠি, পাইপ, বাঁশ হাতে তৃণমূলের বাইক-বাহিনীর দাপট দেখা যায়। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরপর দু'দিন রানিনগরে বাইক ‍র‍্যালি করল শাসকদল।


আজ নজরে নন্দীগ্রাম: এদিকে মনোনয়ন পর্বে আজ নজরে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থীরা। বিকেলে বনগাঁয় যাবেন বিরোধী দলনেতা। হাসপাতালে ভর্তি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে দেখতে যাবেন তিনি। রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা  বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে।


 দলবদলের হিড়িক: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই জেলায় জেলায় দলবদলের হিড়িকও দেখা গিয়েছে। পরপর দু’দিন মালদার মানিকচকে তৃণমূলে ভাঙন। কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা সহ সভাপতি, জেলা পরিষদ সদস্যা-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। গতকাল এনায়েতপুরে তৃণমূলত্যাগীদের হাতে দলের পতাকা তুলে দেন মানিকচকের প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম। তৃণমূলত্যাগীদের দাবি, দলে কোণঠাসা করে রাখা হয়েছে।তাই দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গ ছাড়তেই কংগ্রেসে যোগদান। এত দুর্নীতি সহ্য করতে পারছেন না বলেই তৃণমূলের ভাল লোকেরা তাদের দলে আসছেন বলে কংগ্রেসের দাবি। পাল্টা তৃণমূলের দাবি, ক্ষমতায় থেকেও যাঁরা কাজ করেননি, তাঁরা এবার টিকিট পাবেন না বুঝেই অন্য দলে ভিড়ছেন। 


কেষ্টবিহীন বীরভূমে ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই জমা পড়ল শাসকদলের প্রথম মনোনয়ন। সিউড়ি ২ নম্বর ব্লকে জেলা পরিষদের ২৯ নম্বর আসনে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম। প্রশ্ন উঠেছে, প্রার্থী তালিকা ঘোষণার আগে কীভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের ব্লক সভাপতি? শাসক-নেতার দাবি, দলের নির্দেশেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। অস্বস্তি ঢাকতে সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সাফাই, কারও অনুমোদনেই নিশ্চয় মনোনয়ন জমা দিয়েছেন। তবে দল অমুমোদন দিয়েছে কি না, তা স্পষ্ট করেননি বিধায়ক।