কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভাতারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে সামনে এল তৃণমূলের কোন্দলের ছবি। বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার অনুগামীরা। দিলেন স্লোগান। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, দলে পুরনোদের গুরুত্ব না দিয়ে, বিজেপি থেকে আসা লোকজন নিয়ে ঘুরছেন ভাতারের বিধায়ক। কারও সঙ্গে আলোচনা না করেই বুথ সভাপতিদের বদল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।  বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়ক। অন্যদিকে, বিক্ষোভের নেপথ্যে বিজেপির হাত দেখছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিজেপির কটাক্ষ, শাসকদলের কোন্দল চার দেওয়ালের বাইরে বেরিয়ে এখন রাস্তায় নেমেছে। 


পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়জুড়ে জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, যাত্রাপথে বিভিন্ন জায়গায় তৃণমূলের অন্দরে প্রকট হয়ে উঠছে ক্ষোভ-বিক্ষোভ... অন্তর্দ্বন্দ্ব। 


এবার সেই তালিকায় যুক্ত হয়ে পড়ল পূর্ব বর্ধমানের ভাতার। ভাতারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য়ে সোমবার বিকেলে, ভাতারে ছিল অভিষেকের rally। কিন্তু তার আগেই ভাতার বাজার এলাকায়, রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ভাতার ব্লক তৃণমূলের কর্মী-সমর্থকরা। 



বিক্ষুব্ধদের দাবি, তাঁরা ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক বনমালি হাজরার অনুগামী। অভিযোগ, দলে পুরনোদের গুরুত্ব না দিয়ে, বিজেপি থেকে আসা লোকজন নিয়ে ঘুরছেন ভাতারের বিধায়ক। কারও সঙ্গে আলোচনা না করেই বুথ সভাপতিদের বদল করা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে অভিষেকের কাছে নালিশ জানাতে চান তৃণমূল কর্মীরা। 


ভাতারের এক বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বলছেন, ২১-এর বিধানসভাতে মানগোবিন্দ ২৩৪টা বুথে যে বুথ সভাপতি ছিল, সেই বুথ সভাপতিরা প্রাণপণ লড়াই করে ৩৬ হাজার ভোটে লিড দিয়েছিল, আজকে কেন ২ বছর বাদে সেই বুথ সভাপতিদের সরিয়ে দেওয়া হল? এর প্রতিবাদ চাই। 


বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রাক্তনের অনুগামীদের! বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়ক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বিক্ষোভের নেপথ্যে বিজেপির হাত দাবি ভাতারের তৃণমূল বিধায়কের


ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কথায়, ওরা তো বিজেপি করেছে। কে বিজেপি, কে সিপিএম? কাকে নিয়েছি? ওরা বিজেপি। ওরা তো করবেই। ওরা যদি এখনও আসতে চায়, নেব। আমি সবার বিধায়ক। সিপিএম, কংগ্রেস, বিধায়ক। আমি সবার কাজ করেছি। বনমালি হাজরার বাড়িতে গিয়ে আশীর্বাদ চেয়েছি। তার ছেলেকে ফুল পঞ্চায়েত সমিতির দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। তারা যদি বলে... তাহলে বনমালিদার ছেলে সিপিএম বা বিজেপি। 


বর্ধমান সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক জেলার মৃত্য়ুঞ্জয় চন্দ্রের কথায়, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় জানিয়ে অভিযোগ করছে অভিষেকের কাছে। চার দেওয়ালে সমস্য়া মেটেনি। বাইরে প্রকাশ্য়ে। কাটমানি, তোলাবাজি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মানুষ অতিষ্ঠ। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান দিতে তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচি। কিন্তু সেখানেই দিকে দিকে প্রকট হয়ে যাচ্ছে তৃণমূলে ফাটল।