সুনীত হালদার, হাওড়া : কথায় বলে, ধরিব মাছ খাইবো সুখে। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল হাওড়ার শ্যামপুরে। শ্যামপুরে মৎস্যজীবীদের  বড়শিতে ধরা পড়লো পেল্লায় সাইজের ভেটকি মাছ। বিক্রি হল ৬৬০ টাকা কেজি দরে।


দিঘার মোহনা নয়, এবার হাওড়ার শ্যামপুরের ভাগীরথী নদীতে ধরা পড়ল প্রায় ২০ কেজি ওজনের পেল্লায় সাইজের ভেটকি মাছ। সোমবার রাতে শ্যামপুরের একদল মৎস্যজীবী মাছ ধরতে ভাগীরথীর জলে নৌকা ভাসায়। তখনও তারা ভাবতে পারেননি, কী ঘটতে চলেছে।  গভীর রাতে হঠাৎ বড়শিতে টান ! বড়শির টান দেখে পরিমল, সমীর, বিবেক তিন মৎস্যজীবীর আনন্দ আর ধরছিল না।


 বহু কষ্টেই তুলতে হয় মাছটি। এমন বড় মাপের মাছ দেখে তো চক্ষু চড়কগাছ জেলেদের।  মাছটিকে বেশ কিছুক্ষণ খেলিয়ে টেনে নৌকায় তোলেন মাঝিরা। তখনই তাঁরা দেখে বুঝতে পারেন এটি বড় মাপের ভেটকি। মঙ্গলবার ভোরবেলায় ভেটকি মাছটিকে শ্যামপুরের সন্ধ্যাময়ী মাছের আড়তে নিয়ে আসা হয়। ওজন করে দেখা যায় মাছটির ওজন  ১৯ কেজি ১৫০ গ্রাম। এমন বড় ভেটকি সচরাচর তো জালবন্দি হয় না। তা এত বড় ভেটকি কতদামে বিক্রি হবে, সকলে সেটাই ঠিক করেন। 


মাছটি কে কিনবেন, সে তো পরের কথা। প্রাথমিক ভাবে মাছ দেখতেই ভিড় জমে যায় শ্যামপুরের ভোলানাথ মার্কেট সংলগ্ন এলাকায়। নিলামের পর আড়তদারের কাছ থেকে ৬৬০ টাকা কেজি দরে সঞ্জু মন্ডল নামে এক মাছ ব্যবসায়ী মাছটিকে কিনে নেন। মাছটির দাম গিয়ে দাঁড়ায় ১৩০০০ টাকা


এই প্রথম এতো বড় আকারের ভেটকি মাছ বড়শিতে ধরা পড়ায় মৎস্যজীবীরা খুব খুশি।  মৎস্যজীবীরা জানান,  'কোনওদিন ভাবিনি এত বড় মাছ আমরা ধরতে পারবো। মাছটি যেহেতু হুইল ছিপে গেঁথেছিল, তাই আমরা ভেবেছিলাম, হয়ত নৌকায় তুলতে পারবো না। কিন্তু আমরা মনোবল হারায়নি।  মাথা ঠাণ্ডা রেখে ধীরে ধীরে মাছটিকে নৌকায় তুলতে পারি। তবে আর একটু বেশি দাম পাওয়া গেলে আরো ভালো লাগতো।' 


তবে দাম যাই হোক না কেন, এত বড় মাছ দেখতেই উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মৎস্যজীবীদের আশা, এরকম সৌভাগ্য যদি মাঝে মধ্যে হয়, তাহলে কপাল খুলে যায়। পয়লা বৈশাখের আগে এমন বড় মাছ সমৃদ্ধি নিয়ে এল মৎস্যজীবীদের ঘরে। 


আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।