পূর্ব মেদিনীপুর: ভূপতিনগরকাণ্ডে (Bhupatinagar NIA Attacked Case) ধৃত ২ তৃণমূল নেতার এনআইএ হেফাজত। ১০ এপ্রিল পর্যন্ত তৃণমূল নেতা মনোব্রত জানা, বলাইচরণ মাইতির এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 'ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ ধৃত মনোব্রত, বলাইয়ের। এনআই-র ওপর হামলার পিছনেও থাকতে পারে ভূমিকা',ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই গোপন জবানবন্দি দিয়েছেন ৪ জন, দাবি এনআইএ-র। 


ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ TMC নেতার NIA হেফাজত


আদালতে শুনানি চলাকালীন এনআইএ-র দাবি, 'বিস্ফোরণ মামলায় হাজিরা এড়ানোয় সার্চ ওয়ারেন্ট নিয়ে ভূপতিনগরে যেতেই হামলা করা হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহত এক আধিকারিক। বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃত মনোব্রত, বলাইয়ের। হামলার পিছনেও থাকতে পারে ভূমিকা।' এদিকে অপরদিকে, ভোটের আগেই কেন বারবার তলব ? আদালতে প্রশ্ন অভিযুক্তদের আইনজীবীর। বলাইচরণ মাইতির বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৩৬ হাজার টাকা উদ্ধার, দাবি এনআইএ-র। 


মুখ্য়সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন


ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে অন্য়তম অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময় হামলার ঘটনা ঘটে। বাধা দেওয়া হয় NIA টিমকে। আক্রান্ত হন এক আধিকারিক। সূত্রের খবর, থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছে NIA. এদিকে, পুলিশের তরফে দাবি, বাহিনী পৌঁছনোর আগেই গ্রামে পৌঁছে যায় NIA টিম। ঘটনায় মুখ্য়সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঠিক যেন সন্দেশখালির ঘটনার অ্যাকশন রিপ্লে। বঙ্গে ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা। ED-এর পর এবার নিশানায় NIA। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। শনিবার কার্যত একই কায়দায় হামলা হল, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে যাওয়া NIA-এর ওপরে। আর এক্ষেত্রেও নাম জড়িয়ে গেল তৃণমূলের। 


আরও পড়ুন, 'জোর করে ভোট পাওয়া যায় না..', দলীয় সভায় 'মনোবল' ধরে রাখতে অনুরোধ বাঁকুড়ার TMC প্রার্থীর


একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করে NIA


সন্দেশখালির মতো, ভূপতিনগরেও একদম সামনের সারিতে ছিলেন মহিলারা। অভিযোগ, NIA-র আধিকারিকদের লক্ষ্য় করে ছোড়া হয় পাথর, ইটের টুকরো। আহত হন এক অফিসার। NIA জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ভূপতিনগরের ৫টি পৃথক জায়গায় পৌঁছে যায় তদন্তকারী দল। প্রথমে বাড়ি থেকে পাকড়াও করা হয়, ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় অন্য়তম অভিযুক্ত তৃণমূলের অর্জুননগরের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতিকে। এই ঘটনায় ভূপতিনগর থানায় গিয়ে একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করে NIA।