কলকাতা:  রাজ্যের একাধিক মামলায় হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সক্রিয় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Agency)। কখনও সিবিআই (CBI) কখনও ইডি (ED) আবার কোনও মামলায় তদন্তভার রয়েছে এনআইএ-র উপর (NIA)। অতীতেও দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার তলবের মুখে পড়ে এড়িয়ে গিয়েছেন শাসকদলের একাধিক নেতা। যদিও শেষ রক্ষা হয়নি। অনেকেই এই মুহূর্তে রয়েছেন জেলে। তবে ভোটের মুখে এখন ভূপতিনগরকাণ্ডে (Bhupatinagar NIA Attacked) কার্যতই উত্তাল রাজ্য়-রাজনীতি। এদিকে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ৩ শাসক নেতাকে আজই নিউটাউনে এনআইএ দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। মানবকুমার পড়ুয়া, সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে তলব করেছিল এনআইএ।কিন্তু শেষ অবধি পাওয়া খবরে, নির্ধারিত সময় পার, এনআইএ-র তৃতীয় তলবেও সাড়া দিলেন না ভূপতিনগরের ৩ শাসক নেতা। 


২ দিন পার। ভূপতিনগরে NIA-র ওপর হামলার ঘটনায় এখনও গ্রেফতারি শূন্য। NIA-র তল্লাশি অভিযান সংক্রান্ত দুটি মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল। নতুন তদন্তকারী অফিসার হলেন ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তী। NIA-র করা অভিযোগ এবং NIA-র বিরুদ্ধে অভিযোগ, দুটি মামলারই তদন্ত করবেন তিনি। এর পাশাপাশি, ৪৮ ঘণ্টা পর, সরেজমিনে তদন্ত করতে আজ নাড়ুয়াবিলা গ্রামে পৌঁছল পুলিশ। তদন্তকারী দলে রয়েছেন বর্তমান ও প্রাক্তন IO এবং ভূপতিনগর থানার OC গোপাল পাঠক। NIA-র যে আধিকারিক আহত হয়েছিলেন, তাঁর মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ভূপতিনগর থানার পুলিশ। অভিযোগ ওঠে, তৃণমূল মনোব্রত জানাকে আটক করার সময় তাঁর বাড়ির কাছে NIA-র আধিকারিকরা আক্রান্ত হন। সেই জায়গা ঘুরে দেখার পাশাপাশি, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে NIA-র বিরুদ্ধে ওঠা অভিযোগও। 


আরও পড়ুন,'..তাঁরাই আসল দোষী', গার্ডেনরিচকাণ্ডে রাজ্য ও KMC-র রিপোর্ট পেশ, কী বার্তা আদালতের ?


ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত দুই তৃণমূল নেতার সরাসরি যোগ রয়েছে। শনিবার NIA-এর ওপর হামলার ঘটনাতেও তাঁদের যোগ থাকতে পারে। আদালতে সওয়াল করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃত এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৩৬ হাজার টাকা। ধৃতদের ১০ এপ্রিল পর্যন্ত NIA হেফাজতের নির্দেশ দেওয়া হয়।ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃত ২ তৃণমূল নেতা মনোব্রত জানা ও বলাইচরণ মাইতির। হামলার ঘটনাতেও তাঁদের যোগ থাকতে পারে। গত শনিবার ব্য়াঙ্কশাল কোর্টে, NIA-এর বিশেষ আদালতে এমনটাই দাবি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সির দাবি,তল্লাশিতে বলাইচরণ মাইতির বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২ লক্ষ ৩৬ হাজার টাকা।