গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: মোটরভ্যানকে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ল ট্র্যাক্টর। ২ যুবকের মৃত্যু হয়েছে, আহত আরও ২ জন। গতকাল রাত ১০টা নাগাদ বীরভূমের মুরারইতে দুর্ঘটনা ঘটে। মহরমের অনুষ্ঠান শেষে গ্রামে ঢোকার মুখে মোটরভ্যানকে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায় ট্র্যাক্টর। চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনায় হতাহতদের  প্রত্যেকেই ২২ থেকে ২৪ বছরের মধ্যে ।   চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়।  তাঁদের মধ্যে দুজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । অন্য দুই যুবককে মুরারই হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে মুরারইয়ের পলসার মোড়ে । গত রাতে মুরারইয়ের পলসা গ্রামে তারবালা মাঠে মহরম উপলক্ষে লাঠি খেলা হয়।  খেলার  শেষে পলসা গ্রামের ১০-১২জন  যুবক মিলে  ট্রাক্টরে চড়ে   সাউন্ডবক্স দিতে গিয়েছিলেন মুরারই  থানার  রুপনারায়নপুর গ্রামে । ফেরার  সময় পলসা গ্রাম ঢোকার মুখে ট্রাক্টরটি একটি মোটরভ্যানকে  পাশ কাটাতে গিয়ে নয়নজুলিতে পড়ে যায়। চারজন  ট্রাক্টরের নিচে চাপা পড়েন।  এলাকার মানুষ উদ্ধারের কাজে হাত লাগান। 


গতকালই নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন যাত্রীরা । ঘটনাস্থলে পুলিশ এসে বাসটি উদ্ধারের চালায় ।  বোলপুর লাভপুর রাস্তার উপর কঙ্কালীতলা মন্দিরের কাছে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। ঘটনায়  আহত হন তিন জন । সিউড়ি দিকে রাস্তায় যানজট  ছিল। সে জন্য আসানসোল-শিলিগুড়ি  রুটের বাস  লাভপুর-বোলপুর হয়ে শিলিগুড়ি থেকে ফিরছিল।  ফেরার পথে কঙ্কালীতলা রাস্তার উপরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বোলপুর থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির । ঘটনাটা হয়েছে গতকাল ভোরের দিকে।  প্রায় কুড়ি জন যাত্রী ছিলেন বাসটিতে। দুর্ঘটনার পর কোনওরকমে যাত্রীরা তড়িঘড়ি বাস  থেকে নেমে পড়েন।  তারপর সেখান থেকে তাঁরা গন্তব্যে রওনা দেন । ভোরের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে । ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এসে বাসটি উদ্ধারের কাজ করে ।