কলকাতা: ২০১২ সালে মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার', তারপর দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা। ২০১৭ সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্য়ায়'। সল্লু মিঞা ও ক্য়াটরিনা অভিনীত দুটি ছবিই বক্সঅফিসে সুপারডুপার হিট। সলমন-ক্য়াটরিনা জুটির রসায়ন, ভরপুর অ্য়াকশান সিকোয়েন্স, টানটান চিত্রনাট্য় মন কেড়েছিল দর্শকের। ছবির প্রতিটি গান এখনও ভক্তদের হিটলিস্টে। পরপর দুটি ছবির আকাশছোঁয়া সাফল্য়ের পর এবার আসছে  'টাইগার ৩'। সূত্রের খবর অনুযায়ী, এই ছবি মুক্তি পাবে ২০২২ শে। তবে ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে ছবির শুটিং।


রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে চলছে  'টাইগার ৩' ছবির শুটিং।  প্রত্য়েকটি কোভিড প্রোটকল মেনেই চলছে শুটিং। জানাযাচ্ছে, এখানে শুটিং-এর পর তুরস্ক ও অস্টিয়ায় হবে বাকি শুটিং-এর কাজ। এছাড়াও মুম্বইতেই ছবির বেশ কিছু দৃশ্য়েই শুটিং হয়ে গেছে ইতিমধ্য়েই। এই ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন বলিউডের অন্য়তম খ্য়াতনামা পরিচালক মণীষ শর্মা।


চমকের এখানেই শেষ নয়। সূত্রের খবর, 'টাইগার ৩' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা ইমরান হাসমি। তুরস্কের শুটিং সিকোয়েন্সে কাজ করবেন ইমরান। যদিও তাঁর চরিত্র ঠিক কেমন হবে তা এখনও জানা যায়নি। প্রযোজনা সংস্থা তরফে জানানো হয়েছে, বাজেটের ক্ষেত্রে কোনও সমঝোতা করা হবে না। 


প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পাওয়া 'এক থা টাইগার'-এর বাজেট ছিল ৭৫ কোটি ও বক্সঅফিসে এই ছবির কালেকশান ছিল ৩২৫ কোটি টাকা। পাশাপাশি ২০১৭ সালে মুক্তি পাওয়া 'টাইগার জিন্দা হ্য়ায়' ছবির বাজেট ছিল ২১০ কোটি টাকা ও বক্সঅফিসে এই কালেকশান হয় ৫৬৫ কোটি।


'এক থা টাইগার'-এর সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন সোহেল সেন ও সাজিদ-ওয়াজিদ জুটি। অন্য়দিকে 'টাইগার জিন্দা হ্য়ায়' ছবির সঙ্গীতের দায়িত্বে ছিলেন বিশাল-শেখর। 


এই সিরিজের আগের দুটি ছবিই ছিল অ্য়াকশান-থ্রিলার ও রোম্য়ান্সে ভরপুর। তাই স্বাভাবিক ভাবেই,যশরাজ ব্য়নারের এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে।