প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, কলকাতা:  সল্টলেকে (Bidhannagar) কলকাতা পুলিস আবাসনের (Police Housing) ১১তলা থেকে পড়ে মৃত্যু (Death) হল কলেজ পড়ুয়ার (College Student)। বুধবার সল্টলেকের পুলিশ আবাসনে  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  মৃত্যুর আগে ওই ছাত্র হোয়াটস অ্যাপে সুইসাইড নোট (Suicide Note Whatsapp status) আপলোড করে গেছেন বলে পুলিশ সূত্রে দাবি। মৃত্যুর পিছনে কী কারণ, খতিয়ে দেখছে পুলিশ (Police)।

  


সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের ১১ তলা থেকে পড়ে ওই কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের নাম পার্থসারথি পাল। মৃত পার্থসারথি সল্টলেকের এই ব্লকের বাসিন্দা। প্রতিবেশীদের দাবি, সকাল সোয়া ১০টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পান। এরপর বছর তেইশের ওই কলেজ পড়ুয়াকে আবাসনের নীচে পড়ে থাকতে দেখা যায়।বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ১১ তলা থেকে উদ্ধার মৃতের জুতো মাস্ক। মিলেছে মোবাইল ফোনও।  সেখান থেকেই ওই কলেজ পড়ুয়া নিচে পড়েছেন বলে মনে করা হচ্ছে। আত্মহত্যা নাকি, অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।


পুলিশ জানিয়েছে, মৃত কলেজ পড়ুয়া তাঁর হোয়াটস্যাপ স্টেটাসে সুইসাইড নোট আপলোড করেছিলেন। এভাবে হোয়াটস্যাপ স্টেটাসের মাধ্যমে সবাইকে জানিয়ে ওই কলেজ পড়ুয়া পুলিশ আবাসনের বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন বলে অনুমান। 


ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। খবর দেওয়া হয় মৃতের বাড়িতে। মৃত্যুর পিছনে কী কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। মৃতের বাড়ির লোকজনের সঙ্গেও কথা হবে জানা গেছে। পুলিশের তদন্তের পরেই এই ঘটনার পিছনে প্রকৃত কারণ জানা যাবে।


অন্যদিকে, এই ঘটনায় পুলিশ  আবাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই কলেজ পড়ুয়া পুলিশ আবাসনের বাসিন্দা নন। তারপরও তিনি গেট গিয়ে ঢুকে কীভাবে ১১ তলা পর্যন্ত পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।