আবির দত্ত, কলকাতা: বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumdar) মৃত্যু রহস্যে বিস্ফোরক দাবি করলেন তাঁর বান্ধবী। সম্পর্কের টানাপোড়েনের (relationship problem) জেরেই আত্মহত্যা করেছেন বিদিশা, এমনই ইঙ্গিত দিলেন তাঁর বান্ধবী।


বিদিশার বান্ধবীর বিস্ফোরক দাবি


বিদিশা দে মজুমদারের মৃত্যুর পর বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর বান্ধবী। তাঁর কথায়, ‘এক যুবকের সঙ্গে ৫ মাস ধরে সম্পর্কে ছিল বিদিশা। সম্প্রতি সঙ্গীর একাধিক সম্পর্কের কথা জানতে পারেন বিদিশা। তারপর থেকেই বিদিশা একাধিক বার আত্মহত্যার কথা বলেন বন্ধুদের।' তাঁর কথায় মৃত্যুর আগের রাতেও বান্ধবীকে ফোন করে কান্নাকাটি করেন বিদিশা। এমনটাই দাবি করছেন মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের বান্ধবী। 


বিদিশার পরিবারে শোকের ছায়া


খবর মেলে গতকাল। ২৫ মে, ঘর থেকে উদ্ধার হল মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। চলছে তদন্ত। দমদমের নাগেরবাজারে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তবে আদতে তিনি কাঁকিনাড়ার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে শোকগ্রস্ত গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রীর মা।


তাঁর মায়ের কথায়, মেয়ের সঙ্গে শেষ কথা হয়েছিল গত পরশু। সোমবারই কাঁকিনাড়া থেকে নাগেরবাজারের ফ্ল্যাটে ফিরে যান তিনি। 'আমার মেয়ে খুব সহজ ছিল। ও এমন কাজ করতেই পারে না। কারও সঙ্গে কোনও গণ্ডগোলের কথাও শুনিনি। কিছুদিন আগে অডিশন দিয়ে এসেছিল। বাবার সঙ্গে অনেক কথা শেয়ার করত, আমি রেগে যেতাম বলে আমাকে অত বলত না।'


আরও পড়ুন: Bidisha Death: 'দুরারোগ্য অসুখ ছিল', সুইসাইড নোটে লিখলেন বিদিশা, বান্ধবীদের দাবি, 'সুস্থ ছিলেন'


বিদিশারা দুই বোন। ছোট মেয়েকে গানের স্কুলে নিয়ে যাওয়ার সময় খবর পান বিদিশার মা। পল্লবী দের মৃত্যুর পর চিন্তায় ছিলেন তিনি, সে কথাও জানান মেয়েকে। মা-কে চিন্তা করতে বারণ করত বিদিশা। তারপরেও এমন ঘটনা। আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর মা।


বিদিশার প্রতিবেশীর কথায়, 'ও আমার ছেলের বয়সী। আমার মেয়ের মতো। কিন্তু এই বয়সে ওদের মনে কী চলে বলা মুশকিল। এমন ঘটনা মানতেই পারছি না।'