কলকাতা: পল্লবী দে-র (Pallabi Dey) পরে এবার আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের নাগেরবাজারের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় বিদিশা দে মজুমদারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের সঙ্গে পাওয়া গিয়েছে সুইসাইড নোটও, এমনটাই জানাচ্ছে পুলিশ। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে তা তদন্তে নাগেরবাজার থানার পুলিশ।


গ্ল্যামারের জগতে ফের অন্ধকার! পল্লবী দে-র পর কলকাতায় আর এক অভিনেত্রীর রহস্যমৃত্যু! নাগেরবাজারে ফ্ল্যাট থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ! উদ্ধার সুইসাইড নোট। আত্মহত্যা না অন্য কিছু? ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ। মৃতের নাম বিদিশা দে মজুমদার। অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর পর যিনি ফেসবুকে লিখেছিলেন, 'মানে কী এসব, মেনে নিতে পারলাম না।' যিনি পল্লবীর অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি, বুধবার অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁরই!


আরও পড়ুন: Belashuru: 'এই বয়সেও যে রোম্যান্টিক হিরো হওয়া যায়, তার উদাহরণ বাবা'


গত ১৫ মে গড়ফার ফ্ল্যাটে রহস্যমৃত্যু হয় অভিনেত্রী পল্লবী দে-র। তার ১০ দিনের মাথায় ফের একই রকম রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। যেখানে লেখা, এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এক দূরারোগ্য রোগে ভুগছিলেন তিনি। যদিও বান্ধবীদের দাবি, বিদিশার কোনও দূরারোগ্য রোগ ছিল বলে তাঁরা জানতেন না। অভিনেত্রী দেহ ইতিমধ্য়েই পাঠানো হয়েছে ময়নাতদন্তে।


উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা বিদিশা মাস দেড়েক ধরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ছিলেন নাগেরবাজারের রামগড় কলোনিতে। রুমমেট ও বন্ধুদের দাবি, বুধবার সন্ধে নাগাদ সেই ফ্ল্যাটেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত অভিনেত্রীর বান্ধবী জানান, ফোনে পাওয়া যাচ্ছিল না বিদিশাকে। বাড়িওয়ালাকে জানাতে তিনিই খোঁজ নিতে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান অভিনেত্রীর।


বিদিশার আরও এক বান্ধবী জানাচ্ছেন, সম্পর্ক নিয়ে অবসাদের কথা, সম্পর্ক ভাঙার কথা, আত্মহত্যার কথা বলত বিদিশা।