কলকাতা: বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র। ঠিক এমনই এক আবহে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। 

Continues below advertisement

আরও পড়ুন, SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র, বিপুল জয়ের পর সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Continues below advertisement

'এবার বাংলার পালা..'  

বিহারে জয়ের পরেই বাংলায় বিজেপির উচ্ছ্বাস, বিধানসভার সামনে মিষ্টি বিলি শুভেন্দুদের। এদিন শুভেন্দু বলেন, 'বিহারের জয় আমাদের, এবার বাংলার পালা, বাংলায় হবে জয় আমাদের। তাই একদম চিন্তা করবেন না। বিহারেও SIR এর পরে ভোট হয়েছে। এখানেও (বাংলায়) শুদ্ধ-পবিত্র-ভোটার তালিকায় ভোট হবে। এবং এখানে অপশাসন -কুশাসন, নারী নির্যাতন, চাকরি চুরি, হিন্দুদের উপরে আক্রমণকারীদের আমরা হারাবো। পরিষ্কার করব পশ্চিমবাংলায়। ২০২১-এ নন্দীগ্রাম যা করেছে, ২০২৬-এ গোটা বাংলা তাই করবে।' 

 খড়কুটোর মতো উড়ে গেল তেজস্বী যাদব-রাহুল গান্ধী ও বামেদের মহাজোট!

বিহারে নীতীশ-বিজেপির জোটের সামনে খড়কুটোর মতো উড়ে গেল তেজস্বী যাদব-রাহুল গান্ধী ও বামেদের মহাজোট!ফল বেরোনোর পর কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ল মহাজোট। 'ডবল সেঞ্চুরি' হাঁকাল নীতীশ-বিজেপির জোট। উল্টোদিকে হাফ সেঞ্চুরিরও ধারেকাছে পৌঁছতে পারলেন না তেজস্বী-রাহুল! লজ্জার হার হল তাঁদের। ফের প্রশ্ন উঠে গেল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। আর এরইসঙ্গে বিহারের কিংবদন্তী নেতা হয়ে গেলেন নীতীশ কুমার। ফের একবার মোদি ম্য়াজিকে কর্পূরের মতো উড়ে গেল বিরোধীরা। এক JDU সমর্থক বলেন, যতক্ষণ বিহারে নীতীশ কুমার আছে, মুখ্য়মন্ত্রী পদের ভ্য়াকেন্সি নেই।

আরও একবার ভারতীয় রাজনীতির মেগাস্টার,মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন নরেন্দ্র মোদি মগধের মহাযুদ্ধে ৭৪ বছরের নীতীশ কুমার সুপারম্য়ান হয়ে উঠলেন!মগধ সম্রাটের মুকুট ফের তাঁর মাথায়। আরও একবার ভারতীয় রাজনীতির মেগাস্টার....মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন নরেন্দ্র মোদি।দুরন্ত রেজাল্ট করে সুপারস্টারে পরিণত হলেন চিরাগ পাসোয়ান।কার্যত ফাটা পোস্টার নিকলা হিরোর মতো বিহারের রাজনীতিতে উদয় হল তাঁর।আর বিহারের বাম্পার জয়ের পর এবার বিজেপির নজরে বাংলা!বিজেপি নেতা  প্রেম কুমার বলেন, বিহার তো ঝাঁকি হ্য়ায়,  আগে বাঙ্গাল বাকি হ্য়ায়'। এরপর বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লেন! পাল্টা জবাব দিল তৃণমূল। বিজেপি নেতা  অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে পারবে না। মুখ্য়মন্ত্রীত্বের স্বপ্ন দেখা তেজস্বী যাদব ফ্লপ হিরোতে পরিণত হলেন। আর এবারের ভোটের ফলাফল একদা বিহার অধিপতি লালুপ্রসাদ যাদবের রাজনৈতিক নির্বাসন নিশ্চিত করে দিল।