কলকাতা: 'আমার প্রস্তাব একটা তদন্ত কমিটি হোক, চেয়ারপার্সন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য দিতে পারলে রসগোল্লা খাওয়াব, নইলে পাগলাগারদ যেতে হবে'। সমাবেশ থেকে মমতার বক্তব্যের প্রসঙ্গে পাল্টা চ্যালেঞ্জ বিকাশরঞ্জন ভট্টাচার্যের। বৃহস্পতিবার ধর্মতলায় একুশের মহাসমাবেশের মঞ্চ থেকে একেবারে নাম করেই বিকাশরঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেন নেত্রী। কখনও বিকাশরঞ্জনকে সাধুপুরুষ বলে কখনও আবার ভাজা মাছ উল্টে খেতে জানেন না বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতার বয়ান: এ দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বলেন, 'ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে এই ভাবেই সিপিএম চাকরিগুলো দিয়েছিল, আমরা জানি। আমাদের শেখাবেন না। রোজ সিপিএমের বিকাশবাবু গিয়ে বলছেন এটা কেটে দাও, ওটা কেটে দাও। দেখাচ্ছে সাধুপুরুষ, ভাজা মাছ উল্টে খেতে জানে না। জিগেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে কী হয়েছিল ফাইলটা বের করব? শুধু বলেছিলাম বদলা নয়, বদল চাই। বদলা চাই না বলে এগুলো করিনি। এটা মাথায় রাখবেন'।

বিকাশের চ্যালেঞ্জ: এরই প্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে মমতাকে তদন্ত কমিটি গড়ে সত্য প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ জানিয়েছেন। এ দিন মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন,'আমার প্রস্তাব একটা তদন্ত কমিটি গঠন করা হোক, তার চেয়ারপার্সন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর তদন্ত করে যা তথ্য আসবে সেটা পাবলিক মিটিং-এ জানাবেন'। পাশাপাশি তিনি আরও বলেন 'যদি মমতা বন্দ্যোপাধ্য়ায় সিপিএমের দুর্নীতি নিয়ে তথ্য দিতে পারেন আমি রসগোল্লা খাওয়াব। না পারলে পাগলাগারদে যান। তাহলে কি মানহানির মামলা? এ প্রসঙ্গে বিকাশরঞ্জনের উত্তর এসবের জন্য অযথা সময় নষ্ট নয়। কথায় বাস্তব ভিত্তিই নেই।

এদিন একুশের সমাবেশের মঞ্চ থেকে আর কী বললেন তৃণমূল নেত্রী? এদিন তিনি বলেন, 'সিপিএমের আমকে শিক্ষকের চাকরিতে ১০-১৫ লক্ষ টাকায় চাকরি হয়েছিল। সিপিএমের একটা কাগজ আছে, সেখানে রিপোর্টারদের বউরা কীভাবে শিক্ষকের চাকরি পেয়েছিল? 

আরও পড়ুন: Mamata Banerjee : 'তৃণমূলের নামে টাকা তুললে বা বদমাইশি করলে ধরে পুলিশের হাতে তুলে দিন' : মমতা