সৌভিক মজুমদার, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। হলফনামা দাখিল করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিকাশরঞ্জন ভট্টাচার্যের। হলফনামা গ্রহণ করল আদালত। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করা হবে কিনা সিদ্ধান্ত পরে জানাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালত অবমাননার মামলা দায়েরের পরামর্শ প্রধান বিচারপতির। কিন্তু মামলা দায়ের করতে চান না বিকাশরঞ্জন ভট্টাচার্য।                         

  


আদালত অবমাননার অভিযোগ: নিয়োগ দুর্নীতির মামলায়, এখনও অবধি আদালতের নির্দেশে চাকরি গেছে ৪ হাজার ২৩৩ জনের। মঙ্গলবার সেই চাকরিচ্য়ুতদের হয়ে, মন্তব্য় করেছিলন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ২৪ ঘণ্টার মধ্য়ে বুধবার তা নিয়ে আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁকে হলফনামা দাখিলের পরামর্শ দেয় আদালত। সেই অনুযায়ী বৃহস্পতিবার হলফনামা দাখিল করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। 'যদি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে চান। সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুমোদন প্রয়োজন রয়েছে', যুক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। 'তিনি নিশ্চিত যে অ্যাডভোকেট জেনারেলের পক্ষে অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই তিনি চান আদালত যেন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।' যুক্তি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। গত পরশু আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন - "প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না"। বক্তব্যের এই অংশ সহ একাধিক অংশ নিয়ে অভিযোগ। চাকরি বাতিল নিয়ে একাধিক মন্তব্য ঘিরে অভিযোগ।                                     


নিয়োগ দুর্নীতির মামলায়, সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে চাকরি গেছে ৮৪২ জন গ্রুপ সি কর্মীর। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যান চাকরি যাওয়া প্রার্থীরা। এছাড়া প্রাইমারি, নবম-দশম এবং গ্রুপ ডি-র মামলাও বিচারপতি তালুকদারের বেঞ্চে বিচারাধীন। এই প্রেক্ষাপটে মুখ্য়মন্ত্রী মঙ্গলবার বিচারপতির নাম করে, চাকরি না কাড়ার যে অনুরোধ করেছিলেন। 


আরও পড়ুন: WB Health Department: শিশুদের ভিড় থেকে দূরে রাখার পরামর্শ, অ্যাডিনো উদ্বেগে অ্যাডভাইসরি প্রকাশ