সন্দীপ সরকার, কলকাতা: অসুস্থতার কারণে রাজ্যে ১৫ মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩০০০-এর বেশি শিশু। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন প্রকাশ। শিশুদের শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে অ্যাডভাইসরি প্রকাশ। শিশুদের ভিড় থেকে দূরে রাখার পরামর্শ। অসুস্থ শিশুকে স্কুলে না পাঠানোর পরামর্শ। নির্দেশিকা নিয়ে অভিভাবকদের কাছে আবেদন স্বাস্থ্য দফতরের। 


শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে অ্যাডভাইসরি প্রকাশ: অ্যাডভাইসরিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শিশুদের শাসকষ্টজনিত অসুস্থতা চলছে। সেই অসুস্থতা নিয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের অসুস্থতা কোন পর্যায় থাকলে কী করতে হবে কখন তাঁরা চিকিৎসকের কাছে যাবেন, সে সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে, কোনও শিশুর যদি শাসকষ্ট, জ্বর, সর্দি থাকলে শিশুদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। 


আরও মৃত্য়ু, আরও কান্না, বাবা-মা পরিজনদের বুকফাটা হাহাকার। বুধবারের অ্য়াডিনো আতঙ্কের মধ্য়েই বিসি রায় শিশু হাসপাতাল ও কলকাতা মেডিক্য়াল কলেজে আরও ৫ শিশুর মৃত্য়ু হল। মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত, ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে ৪ শিশুর মৃত্য়ু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মৃত্য়ু হয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা, ৪ মাসের শিশুকন্য়ার। তার জ্বর, শ্বাসকষ্ট ও খিঁচুনি ছিল। একই উপসর্গ নিয়ে ভর্তি থাকা, নদিয়ার নাকাশিপারার বাসিন্দা, ১১ মাসের এক শিশুপুত্রেরও মৃত্য়ু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শিশুর জ্বর, শ্বাসকষ্টের পাশাপাশি, সারা গায়ে ‍র‍্যাশ বেরিয়েছিল। দুই শিশুই ৫ দিন ধরে চিকিৎসাধীন ছিল ICU-তে। মঙ্গলবার রাতে বিসি রায় হাসপাতালে মৃত্য়ু হয় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ICU-তে ভর্তি থাকা আরও ২ শিশুর।একজন রাজারহাটের বাসিন্দা। বয়স ১ বছর ২ মাস। আরেক জন ইছাপুরের আড়াই মাসের শিশু। অন্য়দিকে, কলকাতা মেডিক্য়াল কলেজে মৃত্য়ু হয়েছে ১ শিশুর। ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া এবং সেপসিস সঙ্গে মাল্টি অর্গান ফেইল এর কথা উল্লেখ করা আছে। হাসপাতাল সূত্রে খবর, হুগলির হরিপালের বাসিন্দা, ২ বছর ৩ মাসের শিশু নিউমোনিয়া আক্রান্ত ছিল। রবিবার তাকে কলকাতা মেডিক্য়াল কলেজে রেফার করা হয়। অবস্থা প্রথম থেকেই সঙ্কটজনক হওয়ায় ICU-তে রাখা হয়। কিন্তু মঙ্গলবার সকালে সব শেষ।  


এদিকে, অ্য়াডিনো আতঙ্কের মধ্যেই শিশুমৃত্য়ুর সংখ্য়াবৃদ্ধি নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।  জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে আবেদন, প্রত্য়েকটি হাসপাতালে পর্যাপ্ত পরিমানে ভেন্টিলেশনের ব্য়বস্থা রাখা হোক। স্বাস্থ্যদফতর যাতে অ্য়াডিনো নিয়ে হেল্পলাইন, গাইডলাইন এবং নির্দেশিকার ব্যবস্থা করে। এই মামলায় পার্টি করা হয়েছে স্বাস্থ্য় দফতরকেও। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার কথা।


আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হলফনামা দাখিল বিকাশরঞ্জন ভট্টাচার্যের