ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু, এই অভিযোগে প্রতিবেশীদের ছুরির কোপ। প্রতিবেশীদের কোপানোর অভিযোগ মৃতের তিন ছেলের বিরুদ্ধে। ছুরির কোপে হাসপাতালে (Hospital) মৃত্যু দুলাল শেখ নামে এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বীরভূমের (Birbhum) মুরারইতে চাঞ্চল্য ছড়িয়েছে। মুরারই থানায় ৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।


প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে পাশের বাড়ির লোকজনকে ছুরি দিয়ে কুপিয়েছে মৃতের তিন ছেলে। এই ঘটনায় হাসপাতালে মৃত্যু হয়েছে এক আক্রান্তের। আরও দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা সংকটজনক। মুরারই থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্ত মালেক শেখ। তাঁকে গ্রেফতার করেছে মুরারই থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুরারইয়ের (Murarai) গোপালপুর গ্রামে।              


মুরারই থানার রাজগ্রাম অঞ্চলের গোপালপুর গ্রামের বাসিন্দা আজহার শেখ। তাঁর তিন ছেলে মালেক শেখ, এমদাদুল শেখ এবং সেরাজুল শেখ। প্রতিবেশীদের অভিযোগ, আজাহার শেখের তিন ছেলে প্রায় দিনই রাতে বাইরে থেকে মদ্যপান করে এসে বাড়িতে অশান্তি করত। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটেছিল। সেই সময় অশান্তি থামাতে ছুটে এসেছিলেন প্রতিবেশী মহিমা বিবি ও তাঁর মেয়ে আর্জিনা বিবি। ঝামেলা যাতে না হয় তার জন্য তাঁরা ওই তিন জনকে বোঝানোর চেষ্টা করেন। সেই সময় ঘর ছেড়ে বেরিয়ে যান আজহার শেখ। ঘণ্টাখানেক ধরে তাঁর কোনও খোঁজ মেলেনি। তারপরে গ্রামের বাইরে একটি গাছে আজহারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই সম্ভবত পড়শিদের উপর আক্রোশ তৈরি হয় ওই তিন জনের। প্রতিবেশীদের অপমানেই মৃত্যু হয়েছে তাঁদের বাবার, এমনটা অভিযোগ তুলে, বাবা মৃত্যুর 'বদলা' নিতে প্রতিবেশীদের উপর চড়াও হন তাঁরা। ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারা হয়। মহিমা বিবির হাতে লেগেছে। ধারাল অস্ত্রের আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল আর এক প্রতিবেশী দুলাল শেখের। বুধবার দুপুরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর্জিনা বিবি।                    


আরও পড়ুন: ভেলায় ভেসে পুকুর পরিক্রমা দেব-দেবীর! প্রাচীন প্রথা মেনে চলছে বুদবুদের এই অনুষ্ঠান