গোপাল চট্টোপাধ্যায়, রামপুরহাট (বীরভূম) : পেটের দায়ে 'ভিটে' ছেড়েছেন ২৫ বছর আগে। সুদূর আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে বীরভূমের রামপুরহাটে এসে চালাচ্ছেন ব্যবসা। কিন্তু পরিবার রয়েছে দেশেই। আর তাই এই মুহূর্তে চরম উদবেগের মধ্যে দিয়ে দিন কাটছে রহমান খান, গুল খানদের। একদিকে, তালিবানদের দখলদারির রোজ প্রতি মুহূর্তের নতুন খবর ভেসে আসছে, অন্যদিকে গত সাতদিন ধরে বারবার চেষ্টা করেও কোনও যোগাযোগ সম্ভব হচ্ছে না পরিবারের লোকজনের সঙ্গে। সবমিলিয়ে প্রতিটা মুহূর্ত উদবেগ, আতঙ্ক গ্রাস করেছে রহমান-গুলদেরও।


কাবুলে পরিবারে সদস্যরা কী অবস্থায় রয়েছেন তা নিয়ে চিন্তা ধাওয়া করছে সবসময়। পরিবারে লোকের সাথে সাত দিন ধরে নেই কোনও কথাবার্তা চিন্তায় রয়েছেন রামপুরহাটে বসবাসকারী আফগানিস্তানে কাবুলের রহমান খান, গুল খান। ব্যবসার জন্য রামপুরহাটে ২৫ বছর ধরে আছেন আফগানিস্তানের গুল খান, রহমান খানরা। কিন্তু পরিবারে দাদা ভাই আত্মীয় স্বজন সকলে থাকেন আফগানিস্তানে। রহমান খান বলছিলেন, 'সাত দিন আগে দাদার সঙ্গে কথা হয়েছিল, তারপর থেকে কোনও যোগাযোগ করতে পারছি না। খবরে দেখছি কীভাবে মানুষ কাবুল ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড় করেছে। কীভাবে প্লেন থেকে মানুষ পড়ে যাচ্ছে। সেগুলো দেখে খুব চিন্তায় আছি। পাশাপাশি তালিবান আফগানিস্তান দখলের দাবি প্রসঙ্গে তাঁর সংযোজন, 'কবে শান্তি ফিরবে জানি না। আগে যে সরকার ছিল, সেটাই ভাল ছিল। এখন যে সরকার এসেছে তাদের সুবাদে কী বদল হবে জানি না। আমাদের এলাকা সব দখল করে নিয়েছে। এখন যে সরকার এসেছে তা শুধু আফগানিস্তানের জন্য নয় বাকি সব দেশে জন্যই বিপজ্জনক। সব দেশকে এক হতে হবে আফগানিস্তানের পাশে দাঁড়াতে।'


এদিকে, বোলপুরের জামবুনি এলাকায় একটি আফগান পরিবার যদিও বহু আগেই কাবুল থেকে চলে এসছে এদেশে । কাবুলে এই মুহূর্তে তাঁর দিদি রয়েছেন, তাঁদের প্রত্যাশা আফগানিস্তানের বাসিন্দাদের প্রতি সাহায্যের বাড়তি হাত বাড়িয়ে দিক ভারত সরকার।