নয়াদিল্লি: তালিবানের কব্জায় গোটা আফগানিস্তান। ফিরেছে নব্বইয়ের দশকের বিভীষিকাময় স্মৃতি। এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা নিয়ে আলোচনায় মঙ্গলবার ক্যাবিনেট কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় আলোচনার স্বার্থেই মন্ত্রিসভার এই বৈঠকের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বাসভবনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশ থেকেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 


তালিবানদের দখলে আসতেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে আফগানিস্তানে। আতঙ্কের পরিস্থিতির মধ্যেই দেশ ছাড়তে মরিয়া দেশের মানুষ। কেউ পালাতে পেড়েছেন, কেউ এখনও আটকে। শেষ পাওয়া খবরে আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। আজই ১৫০ জনকে নিয়ে সেনার বিমান কাবুল থেকে ফিরেছে। ওই বিমানে ছিলেন কাবুলে ভারতীয় রাষ্ট্রদূতও। ওই ১৫০ জনকে গতকাল রাতেই কাবুল বিমানবন্দরে নিয়ে আসা হয়। আজ তাঁরা প্রথমে আসেন জামনগরে। সেখানে কিছু যাত্রীকে নামানো হয়। এরপর বিমানটি যাবে গাজিয়াবাদে। কাবুলে ভারতীয় দূতাবাসের ১০০ জন আইটিবিপি-র জওয়ানকে ফিরিয়ে আনা হয়েছে দেশে। 


মঙ্গলবারের বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আশ্বাস দিয়ে জানিয়েছেন, আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তানে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আশরাফ গনি দেশত্যাগের পর নতুন তালিবান নেতৃত্বাধীন সরকারের প্রকৃতি কেমন হবে তা এখনও স্পষ্ট নয়। এর আগেই ডোভাল জানিয়েছিলেন ওয়াশিংটনের সঙ্গেও সমন্বয় রক্ষার কাজ করছেন তিনি। আফগানিস্তান থেকে সমস্ত ভারতীয়দের সুষ্ঠুভাবে ফেরা নিশ্চিত করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য বলে জানা গিয়েছে।


সূত্রের খবর, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী দু’একদিনের মধ্যেই আফগানিস্তান থেকে নিরাপদে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।  এরই মধ্যে বিদেশ মন্ত্রক আফগানিস্তান থেকে ভারতে আসার জন্য বিশেষ -ভিসা চালু করেছে।  ইতিমধ্যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।