এরশাদ আলম, বীরভূম: কয়েকদিন আগেই কলকাতা থেকে ফিরেছেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার সিউড়ির (Suri) মাজারে গেলেন বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সিউড়ি এক নম্বর ব্লকের পাথরচাপুড়ি দাতাবাবার মাজারে চাদর চাপালেন অনুব্রত মণ্ডল ।
একাধিক মামলা নিয়ে কলকাতায় সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মন্ডল। বীরভূমে ফেরার আগেও এসএসকেএম হাসপাতালে দীর্ঘ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা রয়েছে তাঁর। বীরভূমে ফিরেও সিবিআইয়ের ফের তলব সত্ত্বেও যাননি অনুব্রত। স্বাস্থ্যের কারণে হাজিরায় যেতে পারবেন না বলেছিলেন। বাড়ি এসে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক, এমন দাবি করেছিলেন তাঁর আইনজীবী। এবার এদিন নিজেই গেলেন সিউড়ির মাজারে।
কেন গিয়েছিলেন মাজারে?
অনুব্রত মন্ডল বলেন, 'আমি, আমার মেয়ের নামে চাদর চাপালাম। অভিষেকের নামে চাদর চাপালাম।' মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও চাদর চাপিয়েছেন। মাজারে চাদর দিয়েছেন মৃতা স্ত্রীর নামেও।
কেমন আছেন অনুব্রত?
প্রশ্নের উত্তরে নিজেই জানালেন সাংবাদিকদের। দুপা হেঁটে গেলেই দাঁড়াতে হচ্ছে।
সিবিআই তলব:
গরু পাচার কাণ্ড, ভোট পরবর্তী হিংসা-এমন একাধিক মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। একাধিক বার তলবের পরেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই দফতরে যাননি অনুব্রত। প্রথমবার কলকাতা গিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরেরবার কলকাতা গিয়ে তিনি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তারপরে ফের গিয়েছিলেন এসএসকেএম-এ। পরে ফিরে আসেন বীরভূমে। কদিন পরেই ফের ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই। কিন্তু,সেই তলব শুনে যাননি অনুব্রত। তিনি আবেদন করে জানিয়েছিলেন, তিনি অসুস্থ। যেতে পারবেন না। কিন্তু তদন্তে সবরকম ভাবে সাহায্য করবেন তিনি, আইনজীবী মারফত এই আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তাঁকে দেখা গেল সিউড়ির মাজারে। সেখানে গিয়ে চাদর চড়ালেন তিনি। পরে বেরিয়ে এসে নিজেই বললেন তাঁর অসুস্থ থাকার কথা।
আরও পড়ুন: তৃণমূলের ডেপুটি মেয়র, নাম ঘোষণা বিজেপি কাউন্সিলরের, আজব ছবি আসানসোলে