প্রকাশ সিনহা ও ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমের (Bogtui) বগটুইয়ে ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম ফয়জুল খান ওরফে পলাশ। চলতি বছরের ২১ মার্চ, বগটুইয়ে জাতীয় সড়কের ধারে, বোমা মেরে খুন করা হয় তৃণমূলের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। যে ঘটনা থেকেই সূত্রপাত বগটুইয়ের ভয়াবহ হত্যাকাণ্ডের।


বগটুই থেকেই গ্রেফতার


ঘটনার তদন্তভার নেওয়ার পর দাখিল করা সিবিআইয়ের চার্জশিটে (CBI Chargesheet) এই পলাশই ছিল মাস্টারমাইন্ড। সিসি ক্যামেরার (CCTV Camera) ফুটেজে পলাশকে বোমা ছুড়তে দেখা যায়। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল পলাশ ওরফে ফয়জুল। এবার বগটুই থেকেই গতকাল রাতে তাকে গ্রেফতার করল সিবিআই। আজই তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সিবিআইয়ের তরফে।


ভাদু শেখ খুনের ঘটনার তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। টানা চেষ্টা করলেও অবশ্য ঘটনার মাস্টারমাইন্ড ফয়জুল খান ওরফে পলাশ ছিল ফেরার। বারদুয়েক বিভিন্ন সূত্রের মাধ্যমে নাকা তল্লাশি চালিয়েও তাঁকে ধরতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে অবশ্য ঘটনার প্রায় মাস সাতেক বাদে তাঁকে গ্রেফতার করল সিবিআই। বগটুইয়ের ঘটনার পর থেকে বারবার সেই গ্রামে গিয়ে তদন্ত চালিয়েছে সিবিআই। ভাদু শেখের বাড়ির কাছাকাছি থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই তাঁরা নিশ্চিত হয়েছিল, ঠিক কীভাবে বোমা ছুড়ে খুন করা হয় তৃণমূল নেতাকে।


একসময় ভাদুর সঙ্গী


রামপুরহাট এলাকায় তোলাবাজি সহ একাধিক কাণ্ডেও নাম জড়িয়েছিল নিহত তৃণমূল নেতা ভাদু শেখের। জানা যাচ্ছে, একসময় ভাদু শেখের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী হিসেবে যাবতীয় 'অপারেশনে' তাঁর সঙ্গী ছিল ফয়জুল খান ওরফে পলাশ।  সিবিআই সূত্রে দাবি, তোলাবাজি নিয়ে ভাগ বাঁটোয়ারা ঘিরে মনমালিন্যের জেরে ভাদুকে খুনের ছক কষেছিল ধৃত। সিবিআই সূত্রে আরও দাবি, ধৃত পলাশই ভাদু শেখকে লক্ষ্য করে প্রথম বোম ছুড়েছিল, যে বোমার আঘাতেই তাঁর মৃত্যু হয়। খুনের পর থেকে দীর্ঘদিন পালিয়ে পালিয়ে বেড়ালেও তদন্তের জাল এগিয়ে শেষপর্যন্ত ফয়জুল খান ওরফে পলাশকে গ্রেফতার করে বড় সাফল্য পেল সিবিআই। এই সাফল্যের পর গোটা ঘটনার সঙ্গে আর কারাও জড়িত কি না, বা কোনও বড় নাম যুক্ত কি না, সেটা জানা যাবে বলেই আশাবাদী সিবিআই।


আরও পড়ুন- গরুপাচারকাণ্ডে ইডির তলবে দিল্লিতে অনুব্রত-কন্যা, সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা